‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২০ মার্চ ২০২১

৯:১৩:৪২ AM
1124884

অসমের সাবেক ডেপুটি স্পিকারসহ ১৫ বিজেপি নেতাকে বহিষ্কার করল বিজেপি

ভারতের অসম বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার দিলীপ কুমার পালসহ ১৫ নেতাকে বহিষ্কার করেছে বিজেপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নির্দলীয় প্রার্থী হওয়ায় তাদেরকে ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : বিজেপি থেকে বহিষ্কৃত নেতা দিলীপ কুমার পাল নির্বাচনে টিকিট না পেয়ে দলের উপরে ক্ষুব্ধ ছিলেন এবং নির্দলীয় প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দিয়েছিলেন।

অসম বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজদীপ রায় বলেন, দলের সভাপতি রঞ্জিত কুমার দাস শৃঙ্খলাভিত্তিক পদক্ষেপ গ্রহণের বিষয়টি অনুমোদন করেছেন। দিলীপ কুমার পাল বহিষ্কৃত ১৫ সদস্যের মধ্যে অন্যতম একজন, যিনি নির্বাচনে টিকিট না পেয়ে বিজেপির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন এবং শিলচর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।   

গতকাল (বৃহস্পতিবার) বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজদীপ রায়ের সই করা ১৫ জন বহিষ্কৃতের তালিকায় সবার শীর্ষে রয়েছে দিলীপ কুমার পালের নাম। এছাড়া থৈবা সিং, আশিস হালদার, ক্ষিতীশরঞ্জন পাল, রাম কুমার নুনিয়া, মনোজমোহন দেব, রাও গজেন্দ্র সিংহ, প্রিয়ঙ্কা নেওগ, লক্ষেশ্বর মরান, তরুণ সাহু, সীমা ইংতিপি, হেমন্ত অধিকারী, দেবজিৎ মরান, রাজেশ কিষাণ এবং দিলীপ বে’কে বহিষ্কার করা হয়েছে।

রাজ্য বিজেপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ১৫ জন নির্দলীয় হিসেবে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন কি না সেটা দেখার জন্য ১৭ মার্চ পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। এরপরেই রাজ্যে প্রথম ও দ্বিতীয় পর্বের ভোটে নির্দলীয় প্রার্থী হিসেবে লড়াইতে নামা ওই বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  

শিলচর বিধানসভা আসন থেকে দু'বার বিধায়ক নির্বাচিত হওয়া দিলীপ কুমার পাল সর্বসম্মতিক্রমে ২০১৩ সালের ৩ জুন অসম বিধানসভার ডেপুটি-স্পিকার নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৮ সালের ৮ মে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের কাছে পদত্যাগ করেন।

এদিকে, বিজেপি নেতা দিলীপ কুমার পাল সম্পর্কে দলের এক নেতা বলেন, নিজের স্বার্থকে বরাবর প্রাধান্য দিয়েছেন দিলীপ পাল, দলের কোনও সিদ্ধান্ত মনমতো না হলেই তার বিরোধিতা করা দিলীপ বাবুর পুরোনো স্বভাব। ২০০৬ সালে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দৃষ্টান্ত থাকা সত্ত্বেও পরবর্তীতে দু’বার শিলচরে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু এবার দল থাকে প্রার্থী না করায় নির্দলীয় হিসেবে লড়াইতে নামায় তাঁকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল।    

অসম বিধানসভার মোট ১২৬ আসনের মধ্যে বিজেপি ৯২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৩৪ টি আসনে দলটি তার মিত্রদল আসম গণ পরিষদ (এজিপি) এবং ইউনাইটেড পিপলস পার্টির লিবারেল (ইউপিপিএল)-এর জন্য ছেড়ে দিয়েছে। #   

342/