‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

২০ এপ্রিল ২০২১

১০:১৯:৩৩ AM
1133178

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে, একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৮৯ জনে পৌঁছেছে। একইসঙ্গে একদিনে ১ হাজার ৭৬১ জনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (সোমবার) সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫৯ হাজার ১৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। একইসময়ে ১ হাজার ৭৬১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে যা একদিনে সর্বোচ্চ রেকর্ড। এরফলে মোট ১ লাখ ৮০ হাজার ৫৩০ জনের মৃত্যু হল। 

সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৮ হাজার ৫৮২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ২০ লাখ ৩১ হাজার ৯৭৭ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। গতকাল (সোমবার) ওই সংখ্যা ছিল ১৯ লাখ ২৯ হাজার ৩২৯।  

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ৮৪২৬ টি নয়া সংক্রমণের পাশাপাশি ৩৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৬০৬। রাজ্যটিতে বর্তমানে ৫৩ হাজার ৪১৮ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন। এখানে এ পর্যন্ত ৬ লাখ ৬৮ হাজার ৩৫৩  জন সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬ লাখ ৪ হাজার ৩২৯ জন। 

এদিকে, ভারতে চলমান করোনা পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মেডিকেল রেগুলেটরি বডি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ভারতের বিষয়ে ভ্রমণে নির্দেশিকা জারি করেছে। সংস্থাটি ভারতে করোনার দ্বিতীয় ঢেউ দ্রুত ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে নিজ নাগরিকদের ভারতে ভ্রমণ এড়াতে বলেছে। সিডিসি জানিয়েছে,  সম্পূর্ণ টিকা দেওয়া যাত্রীরা, অর্থাৎ ভ্যাকসিনের পুরো ডোজ নেওয়া যাত্রীরাও ঝুঁকির মধ্যে পড়তে পারে। সংস্থাটি বলেছে কারও ভারতে ভ্রমণের প্রয়োজন হলে প্রথমে তাদের সম্পূর্ণ টিকা দেওয়া উচিত। 

অন্যদিকে, সোমবারই ব্রিটেন ভারতকে ভ্রমণে লাল তালিকায় অন্তর্ভুক্ত   করেছে। এর অর্থ, ভারত থেকে ব্রিটেন, আইরিশরা বাদে অন্য সবধরনের নাগরিকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এরআগে হংকং গত রোববার  ভারত থেকে আসা বিমানে নিষেধাজ্ঞা জারি করেছে। গতকাল সোমবার পাকিস্তানও আগামী দু’সপ্তাহের জন্য ভারত থেকে বিমান ও সড়ক পথে যাওয়া যাত্রীদের উপরে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, ভারতের মেঘালয়ে ২৩ এপ্রিল থেকে আন্তঃরাজ্য পর্যটকদের রাজ্যে প্রবেশ নিষিদ্ধ নিষিদ্ধ করেছে। শিলংয়ের সমস্ত স্কুল আজ মঙ্গলবার থেকে ২ মে পর্যন্ত বন্ধ থাকবে। রাজ্য সরকার সরকারী ও বেসরকারী দফতরগুলোকে ৫০ শতাংশ কর্মীকে নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে। #

342/