‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শুক্রবার

১৪ মে ২০২১

১১:৪০:৩১ AM
1140733

কুচবিহার সফরকে কেন্দ্র করে রাজ্যপালকে কালো পতাকা প্রদর্শন, গো ব্যাক ধ্বনি

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কুচবিহার সফরে গেলে তাঁকে কালো পতাকা প্রদর্শন করা হয় এবং তাঁর সফরের বিরোধিতা করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : রাজ্যে সম্প্রতি বিধানসভা নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে জেলার বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণ করতে ও ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলতে আজ (বৃহস্পতিবার) তিনি কুচবিহারে যান। এ সময়ে মাথাভাঙা-১ নম্বর ব্লকের গোলকগঞ্জ চৌপথি এলাকায় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেন জোরপাটকি নাগরিক মঞ্চের সদস্যরা। তাদের অভিযোগ, রাজ্যপাল বিশেষ একটি  রাজনৈতিক দলের হয়ে জেলা সফরে এসেছেন। সেজন্য এই রাজ্যপালের রাজ্যের সাংবিধানিক পদে থাকার কোনও অধিকার নেই।  

কুচবিহার সফরের সময়ে রাজ্যপালের সঙ্গে ছিলেন বিজেপি এমপি নিশীথ প্রামাণিক, মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন, শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন প্রমুখ। 

এ প্রসঙ্গে আজ রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি আজ বলেন, ‘শুধু প্রশাসনিকভাবে নয়, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছেন। বিজেপি যখন নির্বাচনে হেরে  মুখ থুবড়ে পড়ে গিয়েছে, রাজ্যপাল এসময়ে বিজেপির ‘মুখপত্র’ হয়ে বিজেপিকে তোলার চেষ্টা করছেন। যদি দলের নেত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাদের বলেন, তাহলে আমরা সংসদ সদস্যরা রাষ্ট্রপতির কাছে এই রাজ্যপালকে অপসারণের জন্য স্মারকলিপি দেবো।’    

অন্যদিকে, রাজ্যপাল জগদীপ ধনখড় আজ বলেন, ‘রাজ্যের পরিস্থিতি দেখে আমি চুপচাপ রাজভবনে বসে থাকতে পারব না। আমি কুচবিহারের বিভিন্ন জায়গায় যাবো। যারা আতঙ্কে অসমে পালিয়ে গেছেন, তাদের ফিরিয়ে আনব। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে এই জায়গাকে কলঙ্কিত হতে দেখতে পারব না।’

রাজ্যপালের জেলা সফর নিয়ে ইতোমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল। তিনি প্রথা ভেঙে এই সফর করছেন, এমনটা দাবি করে বুধবার তাঁকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাল্টা চিঠিতে রাজ্যপাল বলেছেন, ‘আপনার তরফে যে অবস্থান নেওয়া হয়েছে, আমি তাতে রাজি হতে পারছি না। সাংবিধানিক বিধির প্রতি প্রাথমিক অজ্ঞতা প্রকাশ পেয়েছে আপনার চিঠিতে।’  এরকম পাল্টাপাল্টি পত্রযুদ্ধের মধ্যে আজ কুচবিহার সফরে যান রাজ্যপাল জগদীপ ধনখড়।#

342/