আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : জ্যোতিপ্রিয় মল্লিক আজ বলেন, ‘আমাদের পাখির চোখ ২০২৪ সাল। ২০২৪ সালের মে মাসে ভারতবর্ষের মসনদ থেকে নরেন্দ্র মোদিকে নামাতেই হবে। তাঁকে আমরা মসনদ থেকে নামাবোই। এটাই আমাদের শপথ। এই শপথের মধ্য দিয়ে বাংলায় দু’বছর ধরে ওই কাজই করবো। ২০২৪ সালের মে মাসে নরেন্দ্র মোদিকে ভারতের মসনদ থেকে নামাতেই হবে’ বলে মন্তব্য করেন জ্যোতিপ্রিয় মল্লিক।
আজ জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হয় বিজেপির নেতা-কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে, কী বলবেন? জবাবে জ্যোতিপ্রিয় বাবু বলেন, ‘বিজেপির কথা একদম বলবেন না। একটা পাতে দেওয়ার রাজনৈতিক দল নয়। অসভ্য-বর্বর, হিংস্র দল! আপনারা দেখছেন না হাবড়ায় কী করছে। বিজেপির লোকেরা কী দুর্নীতিতে যুক্ত দেখছেন না? বিজেপির কথা বলবেন না একদম আমাকে। জঘন্য রাজনৈতিক দল। দল নয় ওটা একটা। ধর্মীয় আবেগ নিয়ে খেলা হচ্ছে। অসভ্য, বর্বরের দল। হিংস্র দল।’
বিধানসভা নির্বাচনের আগে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাঁদের অনেকেই তৃণমূলে ফেরার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে মন্ত্রী ও উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘এটা দল ভাববে। দলের সভাপতি সুব্রত বকশি আছেন। আমার কাছে যারা যারা চিঠি দিয়েছিলেন, আমি তাঁদেরকে ওখানে চিঠি জমা দিতে বলেছি। দল একটা নীতির উপরে চলবে, কাদের নেওয়া হবে আর কাদের নেওয়া হবে না।’
তিনি বলেন, ‘জঞ্জালগুলোকে নিয়ে এসে কোনও লাভ নেই। কোনও কাজ হবে না। এগুলো চলে গেছে বলেই আমরা এই আসন পেয়েছি। ওঁরা দলে থাকলে আমরা পেতাম না। আমার মনে হয় এঁদের দলে নিয়ে কোনও কাজ হবে না। এঁদের আর কোনও মূল্য নেই। এঁদের মূল্য শূন্যের কোঠায়।’ আমরা প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলে ছিলাম এবং শেষদিন পর্যন্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকব’ বলেও মন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।#
342/