‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

২১ সেপ্টেম্বর ২০২১

২:০৮:৪৩ PM
1181961

সুদানে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ; অভিযোগের অঙ্গুলি বাশিরের দিকে

সুদানে সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। সরকারের মুখপাত্র মোহাম্মদ আল ফাকি সুলেইমান বলেছেন, অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এই অভ্যুত্থানচেষ্টায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার কথা রয়েছে। রাস্তায় ট্যাংক ও সামরিক যান মোতায়েন করা হয়েছে।

তবে তিনি আরও দাবি করেছেন, এই অভ্যুত্থানচেষ্টার সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বাশিরের ঘনিষ্ঠরা জড়িত রয়েছে।

দেশটির সরকারের একটি শীর্ষস্থানীয় সূত্র গণমাধ্যমকে বলেছে, ষড়যন্ত্রকারীরা রাষ্ট্রীয় গণমাধ্যম ভবন দখল করার চেষ্টা করেছিলেন। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছেন।

সুদানের ক্ষমতাসীন কাউন্সিলের এক সদস্য বলেছেন, সুদানের কর্তৃপক্ষ একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।

এই অভ্যুত্থানচেষ্টায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভের মুখে ২০১৯ সালে ওমর আল বশিরের সরকারের পতন হয়। বর্তমানে দেশটি পরিচালনা করছে সামরিক বাহিনী এবং বেসামরিক কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি সরকার।

তবে তারা অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যা সমাধানে তেমন কিছুই করতে পারেনি।#

342/