‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৩ ডিসেম্বর ২০২১

৪:০২:৩৬ PM
1208223

রাজশাহীতে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আওয়ামীলীগ সরকারের মন্ত্রিত্ব এবং দলীয় পদ থেকে অপসারিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে রাজশাহীর আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আবেদন খারিজ করে দেয়া হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সোমবার দুপুরে আদালতের বিচারক মো. জিয়াউর রহমান মামলাটি খারিজের আদেশ দেন। আগের দিন রবিবার বগুড়া আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদী হয়ে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। ভার্চুয়াল টকশো’র উপস্থাপক শেখ মহিউদ্দিন হেলালকেও আসামি করা হয়।

বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, বাদী যে ভিডিও ক্লিপ দাখিল করেছেন সেটি দেখেছেন। দেখার পরে তিনটি পর্যবেক্ষণে আবেদনটি খারিজ করে দিয়েছেন।

প্রথমত, যিনি সংক্ষুব্ধ ব্যক্তি বা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি আদালতে আসেননি, দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বলে আবেদনে বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি থানায় যাননি, উনি থানায় মামলা করতে যাননি। আইনশৃঙ্খলার যদি অবনতি হয় তবে থানায় এটি মামলা করবেন এবং তৃতীয়ত, একই ঘটনা নিয়ে সারা দেশে একই মামলা হতে পারে না। অতএব আদালত মনে করেছেন ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি গ্রহণযোগ্য নয়। বিধায়, খারিজ করে দিয়েছেন।

এদিকে, রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদী তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা সার্টিফাইড কপি তুলবো। এটি নিয়ে উচ্চ আদালতে যাবো।’ এর আগে রবিবার মামলার বাদী সাইফুল ইসলাম রাজশাহীর আইনজীবীদের সঙ্গে নিয়ে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন জমা দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে।

তিনি জানান, শেখ মহিউদ্দিন হেলালের ভার্চুয়াল টকশো’তে অংশ নিয়ে ডা. মুরাদ হাসান ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়েছেন তাই তিনি মামলাটি দায়ের করলেন। ঢাকার মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এদিকে, আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক ফারুকী। ওমর ফারুক ফারুকীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন, তবে মামলা গ্রহণের বিষয় কোনো আদেশ দেননি।

সিরাজগঞ্জে মামলা

ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সিরাজগঞ্জের একটি আদালতে মানহানি মামলার আবেদন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে আপত্তিকর, মানহানিকর, কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় নারীবিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ এনে এই মামলা করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাদী হয়ে সোমবার সকালে সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এ মামলার আবেদন করেন।জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মীর রুহুল আমীন বাবু জানান, দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মানহানির মামলার আবেদন করা হয়েছে। আদালত বাদীর আবেদনটি গ্রহণ করেছেন। আদেশের বিষয়টি পরর্বতী সময়ে জানাবেন বলে আমাদের জানানো হয়েছে।

বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

এ ছাড়া মুরাদ হাসানের নামে আজ সোমবার বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। মামলার আবেদনে ভার্চ্যুয়াল টক শোর উপস্থাপক নাহিদকেও আসামি করা হয়েছে।

সাইবার ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি ইশতাক আহমেদ জানান, মামলার আবেদনটি আমলে নিয়েছেন আদালত, তবে এখনো কোনো আদেশ দেননি। এর আগে মুরাদ হাসানের বিরুদ্ধে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের পৃথক পৃথক সাইবার ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা নেওয়ার আবেদন করা হয়েছে। তবে মামলাগুলি  গ্রহণের বিষয় কোনো আদেশ এখনো দেননি আদালত। সম্প্রতি ভার্চ্যুয়াল একটি টক শোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এ নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়। সেই সঙ্গে একজন চলচ্চিত্র নায়িকার সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় মুরাদ হাসান বিতর্কিত হন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি, একই সঙ্গে দলীয় পদও হারান। পদত্যাগের পর একরমকম  সঙ্গোপনে  কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। তবে কানাডায় ঢুকতে না পেরে দুবাই হয়ে  গতকাল রোববার রাতে তিনি দেশে ফেরেন।##

342/