‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২০ ডিসেম্বর ২০২১

৫:৪০:০৭ PM
1210531

ইরানকে সমর্থন জানিয়ে পাকিস্তানে ইসরাইল-বিরোধী ব্যাপক বিক্ষোভ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত হত্যাকাণ্ড ও ধরপাকড়ের প্রতিবাদ এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানের লাহোর শহরে ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : পাকিস্তানের প্রখ্যাত শিয়া আলেম আল্লামা সাইয়েদ জাওয়াদ নাকভির ডাকে লাহোরের শাহারে কায়েদে আজম এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ যোগ দেন। 

প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া লোকজন ইসরাইলের বিরুদ্ধে গগনবিদারী স্লোগান দেন। সমাবেশে হাজার হাজার শিয়া এবং সুন্নি মাযহাবের লোকজন অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে দেয়া বক্তৃতায় সাইয়েদ জাওয়াদ নাকভি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের হুমকির মানে হচ্ছে সমস্ত মুসলিম দেশের বিরুদ্ধে হুমকি। ইজরাইলের হুমকির মুখে পাকিস্তানের জনগণ এবং সরকারের ইরানের প্রতি সমর্থন দেবে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সামান্য একটি পদক্ষেপের কারণে পাকিস্তানের হাজার হাজার মানুষ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিচ্ছেন।

এই সমাবেশে আল্লামা জাওয়াদ নাকভি ছাড়াও শিয়া এবং সুন্নি মাযহাবের গুরুত্বপূর্ণ অনেক নেতা বক্তব্য রাখেন। তারা সবাই ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতি সমর্থন ব্যক্ত এবং ইসরাইলকে গণহত্যাকারি বলে মন্তব্য করেন।#



342/