‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

৩০ এপ্রিল ২০২২

১:৩৩:৩২ PM
1253422

আমেরিকা যেন আফগানিস্তানে নাক না গলায়: হেবাতুল্লাহ আখুন্দজাদা

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতা হেবাতুল্লাহ আখুন্দজাদা তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি গতকাল (শুক্রবার) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): তালেবান ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে এবং ওই মাসেরই শেষদিকে দখলদার মার্কিন সেনারা চরম পরাজয় মেনে নিয়ে আফগানিস্তান ত্যাগ করতে বাধ্য হয়।

আখুন্দজাদা তার ঈদ বাণীতে বলেন, দোহায় আমেরিকার সঙ্গে তালেবানের যে চুক্তি হয়েছে তাতে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। কাজেই কাবুলের ওপর চাপ সৃষ্টি না করে এখন আমেরিকার উচিত তালেবান সরকারকে সহযোগিতা করা।

তালেবানের শীর্ষ নেতা তার নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কূটনৈতিক উপায়ে আফগানিস্তানের চলমান সমস্যার সমাধান করতে হলে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার বিকল্প নেই।

তালেবান নেতার বাণীতে আরো বলা হয়েছে, তালেবান সরকার সকল প্রতিবেশী ও আঞ্চলিক দেশের সঙ্গে সুসম্পর্ক চায় এবং এই সরকার অন্য কোনা দেশে হামলার কাজে আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেবে না। আফগানিস্তানে আফিম চাষ নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে আখুন্দজাদা বলেন, তালেবান সরকার আফিমের পরিবর্তে বিকল্প পণ্য উৎপাদনের জন্য কৃষককে সব রকম সহযোগিতা করবে।#

342/