‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২৮ আগস্ট ২০২২

৪:৪৮:৫৫ PM
1301181

আল-জাওয়াহিরিকে হত্যার মার্কিন দাবি প্রমাণিত হয়নি: আফগান তালেবান

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, মার্কিন ড্রোনগুলো পাকিস্তানের ভূখণ্ড থেকে আফগানিস্তানে প্রবেশ করে আকাশসীমা লঙ্ঘন করছে।

তিনি আজ (রোববার) রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তালেবান সরকারের এই প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, 'আফগানিস্তানের আকাশে মার্কিন ড্রোনের প্রবেশ ও টহলের বিরুদ্ধে আমরা বারবার প্রতিবাদ জানাচ্ছি। কূটনৈতিক চ্যানেলে এ বিষয়ে বার্তা দিচ্ছি। কিন্তু এরপরও দেশটি আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন অব্যাহত রেখেছে।'

তিনি বলেন, এই প্রবণতা ভালো নয়। অবিলম্বে এই তৎপরতা বন্ধ করতে হবে। একইসঙ্গে তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করে বলেন, 'আপনারা আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখান এবং আমেরিকাকে আপনাদের ভূখণ্ড ব্যবহার করে আফগানিস্তানে ড্রোন পাঠাতে দেবেন না।'

আফগান প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ আরও বলেন, আমেরিকা দাবি করছে তারা আফগানিস্তানে আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরিকে হত্যা করেছে। কিন্তু আমরা এর কোনো প্রমাণ পাইনি। এটা কেবলি একটি দাবি। এই দাবি আমাদের কাছে প্রমাণিত হয়নি।# 

342/