২৯ অক্টোবর ২০২২ - ১৫:২১
পশ্চিম তীরের শহর-গ্রাম সর্বত্রই প্রতিরোধ সংগ্রাম জোরদার হচ্ছে: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের সব শহর, গ্রাম ও শরণার্থী শিবিরে প্রতিরোধ আন্দোলন জোরদার হচ্ছে। কোনো শক্তিই এই প্রক্রিয়াকে স্তব্ধ করতে পারবে না।

কিছু দিন ধরে ফিলিস্তিনের পশ্চিম তীরে বিশেষকরে নাবলুসে প্রতিরোধ সংগ্রাম জোরদার হয়েছে। এই পরিস্থিতিতে দখলদার ইসরাইল মারাত্মক উদ্বেগের মধ্যে রয়েছে।

হামাসের মুখপাত্র আরও বলেছেন, প্রতিরোধ সংগ্রামীদের প্রতি ফিলিস্তিনি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনের সমস্ত ভূখণ্ড থেকে দখলদার ইহুদিবাদীদেরকে তাড়ানো হবে এবং এই লক্ষ্য বাস্তবায়ন হওয়া পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম অব্যাহত থাকবে।

দখলদার ইহুদিবাদীদের বিরুদ্ধে পশ্চিম তীরে প্রতিরোধ সংগ্রামীদের একের পর এক অভিযানের পর ইসরাইল যখন নাবলুস শহরকে অবরুদ্ধ করে রেখেছে ঠিক তখনি হামাসের পক্ষ থেকে এসব বক্তব্য দেওয়া হলো।#

342/