‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২ নভেম্বর ২০২২

৮:১৪:০৪ PM
1319763

নির্বাচন করে বৈধতা অর্জন করতে পারবে না ইহুদিবাদী ইসরাইল: হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, বর্ণবাদী ইসরাইল সরকার একটি জবরদখলকারী অবৈধ শাসনব্যবস্থা যা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্বাচনের আয়োজন করে এই অবৈধ সরকার বৈধতা অর্জন করতে পারবে না।

হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বার্তা সংস্থা আল-আহেদকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন। তিনি ইসরাইলি রাজনীতিবিদদের মধ্যে তীব্র মতপার্থক্যের প্রতি ইঙ্গিত করে বলেন, ইসরাইলে বর্তমানে যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তার কোনো গুরুত্ব হামাসের কাছে নেই।

হামাসের মুখপাত্র বলেন, সামাজিক, রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থাসহ গোটা ইসরাইল সরকার অবৈধ এবং তেল আবিবে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা ফিলিস্তিনি জাতির শত্রু। নির্বাচনের মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল বৈধতা অর্জন করবে না। কানু আরো বলেন, যে দখলদার ইসরাইল ফিলিস্তিনি জনগণকে নির্বিচারে হত্যা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ন্যায়সঙ্গত অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।

ইহুদিবাদী ইসরাইলের রাজনৈতিক অচলাবস্থার অবসানের জন্য মঙ্গলবার সেখানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত চার বছরেরও কম সময়ের মধ্যে ইসরাইলে এই নিয়ে পঞ্চমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯ সালের পর তেল আবিবে কোনো কার্যকর সরকার ক্ষমতায় নেই।#

342/