গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বহুবারের মতো অভিযোগ করেন, ইরান রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহ করে যাচ্ছে। তিনি রাশিয়ার প্রতি ‘সমরাস্ত্রের ঢল’ বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান।
এর জবাবে বৃহস্পতিবার রাতেই কানয়ানি তার বক্তব্যে আরো বলেন, ইরানের পক্ষ থেকে দ্বিপক্ষীয় কারিগরি বৈঠকের যে প্রস্তাব দেয়া হয়েছে ইউক্রেনের উচিত তাতে সাড়া দেয়া। এ ধরনের বৈঠকে কিয়েভ তার পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের প্রমাণ তুলে ধরতে পারে এবং তখন তার অভিযোগের সত্যতা দালিলিকভাবে প্রমাণিত কিংবা প্রত্যাখ্যাত হবে।
ইরানের পক্ষ থেকে গত কয়েক সপ্তাহ ধরে প্রমাণ উপস্থাপনের জন্য এ ধরনের বৈঠকের প্রস্তাব দেয়া হলেও কিয়েভ তাতে সাড়া দিচ্ছে না বরং নিজের প্রমাণহীন অভিযোগের পুনরাবৃত্তি করে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান কূটনৈতিক উপায়ে এই সংঘাত নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরান ইউক্রেনকে সমরাস্ত্র দিচ্ছে বলে কিয়েভ যে অভিযোগ করেছে রাশিয়াও বারবার তা প্রত্যাখ্যান করে এসেছে।#
342/