‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৬ নভেম্বর ২০২২

৮:০৫:৪৬ PM
1320932

শস্য রপ্তানি অব্যাহত রাখতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় রাশিয়া

শস্য রপ্তানি অব্যাহত রাখার জন্য রাষ্ট্রীয় ঋণ সরবরাহকারী রোজেলখজ ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য রাশিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।

রয়টার্সের তথ্য অনুসারে, রোজেলখজ ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে বিদেশের অন্য ব্যাংকগুলোর সঙ্গে এই ব্যাংক যোগাযোগ প্রতিষ্ঠা করতে পারবে এবং রাশিয়ার সার এবং শস্য রপ্তানির অর্থ লেনদেন করতে পারবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, রোজেলখজ ব্যাংক বর্তমানে রাশিয়ার সার এবং খাদ্যপণ্য রপ্তানি বিষয়ক সমস্ত লেনদেনের পরিষেবা দিচ্ছে।

রাশিয়ার পক্ষ থেকে পশ্চিমা দেশগুলোকে এই অনুরোধ জানানোর পর মস্কো কোনো  জবাব পেয়েছে কিনা তা জানাতে পারেনি।

গত জুলাই মাসে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তির বিষয়ে আন্তর্জাতিক আলোচনার সময় মস্কো এই অনুরোধ জানিয়েছিল যে, কৃষিপণ্য রপ্তানি ক্ষেত্রে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। পশ্চিমা দেশগুলো যদিও সরাসরি রাশিয়ার কৃষিপণ্য বা খাদ্যদ্রব্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে রাশিয়ার ব্যাংকগুলো নানা ধরনের বাধার মুখে পড়ে।#

342/