‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৮ নভেম্বর ২০২২

৫:২৬:০৮ PM
1321364

ইরাকের সঙ্গে সামরিক অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত ইরান: সেনাপ্রধান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, প্রতিবেশী ইরাকের সঙ্গে প্রতিরক্ষা শিল্প ও সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করতে প্রস্তুত তেহরান।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রী সাবেথ মোহাম্মদ আল-আব্বাসির সঙ্গে গতকাল (সোমবার) এক টেলিফোন সংলাপে এ কথা বলেন জেনারেল বাকেরি। তিনি বলেন, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই ও প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে ইরান উচ্চ সম্ভাবনা ও সক্ষমতা ধারণ করে। ইরাকের সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে সাহায্যের জন্য এইসব জ্ঞান ও অভিজ্ঞতা বাগদাদের সঙ্গে শেয়ার করতে প্রস্তুত রয়েছে ইরান।

জেনারেল বাকেরি বলেন, “দু দেশের মধ্যে যে সামরিক সম্পর্ক রয়েছে তাতে তার চিন্তা প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক নয়। দু দেশের জনগণ এবং সামরিক বাহিনীর মধ্যে চমৎকার সম্পর্ক থাকা উচিত এবং আপনার এবং আমার ওপর এ বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা প্রয়োজন।”

জেনারেল বাকেরি দুঃখ প্রকাশ করে বলেন, ইরান এবং ইরাকের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর জন্য দুই দেশ ২০১৫ সালে যে চুক্তি সই করেছিল তার কিছু কিছু ধারা বাস্তবায়িত হয়নি। দুই দেশের মধ্যে আরও বেশি কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার জন্য ইরানের সামরিক ও প্রতিরক্ষা খাতের কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ করার প্রয়োজন রয়েছে।

ফোনালাপে ইরাকি প্রতিরক্ষামন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী লড়াই এবং দায়েশকে পরাজিত করার জন্য ইরান যে সহযোগিতা করেছে তা কখনো তার দেশ ও জনগণ ভুলে যাবে না। বরং সব সময় ইরানের জনগণ এবং তার সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞ থাকবে।#

342/