ইসলামি জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা বাহা আবুল আতা'র তৃতীয় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই বিবৃতি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, ২০১৯ সালে ফিলিস্তিনের গাজায় ইসলামি জিহাদের নেতা বাহা আবুল আতার বাড়িতে এবং সিরিয়ার দামেস্কে ইসলামি জিহাদের রাজনৈতিক দপ্তরের সদস্য আকরাম আল আজুরির ওপর ইহুদিবাদী ইসরাইল হামলা চালায়। এর মাধ্যমে তারা ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডসের কমান্ডারদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তবে ইসরাইলের মনে রাখা উচিত ফিলিস্তিনের সাহসী কমান্ডারেরা হচ্ছেন নতুন প্রজন্মের আদর্শ এবং নতুন প্রজন্ম তাদের পথ অনুসরণ অব্যাহত রাখবে।
জিহাদ আন্দোলনের বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রতিরোধ সংগ্রাম এখন জর্ডান নদীর পশ্চিম তীরে উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়েছে। এটা প্রতিরোধ সংগ্রামের কৌশলগত বড় অর্জন।#
342/