‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৩ নভেম্বর ২০২২

৩:২৫:৪৮ PM
1322785

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াচ্ছে রাশিয়া

রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরো বেড়েছে। অক্টোবর মাসের দেশটি বৈদেশিক মুদ্রা রিজার্ভ সাড়ে ৬০০ কোটি ডলার বাড়িয়েছে যা মোট রিজার্ভের শতকরা ১.২ ভাগ বৃদ্ধি।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে মস্কোর হাতে এখন ৫৪ হাজার ৭০০ কোটি ডলারের রিজার্ভ রয়েছে। পশ্চিমা যেগুলো যখন ভয়াবহ রকমের নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াকে অর্থনৈতিকভাবে একেবারে দুর্বল করে দেয়ার চেষ্টা করছে তখন এই বৈদেশিক মুদ্রা বৃদ্ধির তথ্য দেয়া হলো।

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অক্টোবর মাসে যে সাড়ে ৬০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ যোগ হয়েছে, বাজার পরিস্থিতি ইতিবাচক হওয়ার কারণে সেটি সম্ভব হয়।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালায়। এরপর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে সাড়ে ছয় হাজারের বেশি নিষেধাজ্ঞা দিয়েছে। পাশাপাশি পশ্চিমা দেশগুলোতে থাকা রাশিয়ার বৈদেশিক মুদ্রা জব্দ করেছে যা রাশিয়ার মোট বৈদেশিক রিজার্ভের প্রায় অর্ধেক। রাশিয়ার বর্তমান রিজার্ভে বিরাট অংশ স্বর্ণ ও চীনা মুদ্রা ইউয়ান রয়েছে।#

342/