‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১৮ নভেম্বর ২০২২

৪:০৫:৫৯ PM
1324257

বিএনপির ষড়যন্ত্রে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না: ওবায়দুল কাদের

বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মুখে রক্ষণাত্মক মনোভাব আর অন্তরে আক্রমণাত্মক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানী ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশ কখনও অনিশ্চয়তার দিকে যাবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে তাদের অন্তর্জ্বালা বাড়ছে। প্রতিহিংসার রাজনীতিরও হোতা এই বিএনপি।

কাদের বলেন, বিএনপির প্রধান শত্রু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে নিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি। ওবায়দুল কাদের আরও বলেন, খেলা হবে। ডিসেম্বরে খেলা হবে। ভোটচুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, খেলা হবে। নির্বাচন আসল খেলা, ফাইনাল খেলা। নির্বাচনে আসুন। নির্বাচনে আসুন তখন দেখা যাবে জনগণ কার সঙ্গে আছে। শেখ হাসিনার কত জনপ্রিয়তা নির্বাচনে আবারও টের পাবেন।

বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলনে হারুন উর রশিদকে সভাপতি ও তানজিদ বিন রহমান তুর্যকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। ওবায়দুল কাদের এ নাম ঘোষণা করেন।# 

342/