‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

৬ ডিসেম্বর ২০২২

৫:৫৬:১৩ PM
1329123

উ. কোরিয়া আমাদের সীমান্তের কাছে ১৩০ গোলা ছুড়েছে: দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে সমুদ্রে প্রায় ১৩০টি কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। আজ (সোমবার) এ দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার ছোড়া বেশ কিছু কামানের গোলা সমুদ্র সীমানার কাছে বাফার জোনে পড়েছে, যা ২০১৮ সালের আন্ত-কোরিয়ান চুক্তির লঙ্ঘন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী গোলা নিক্ষেপের বিষয়ে উত্তর কোরিয়াকে বেশ কয়েকটি সতর্কবার্তা পাঠিয়েছে।

উত্তর কোরিয়া তাৎক্ষণিকভাবে কামানোর গোলা নিক্ষেপের বিষয়ে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবেশী দেশের সীমান্তের ওপর দিয়ে দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রও সামরিক মহড়া বাড়িয়েছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তার ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন জন ইল হো, ইউ জিন ও কিম সু গিল।

ওয়াশিংটনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকা এই কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।#

342/