‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৫ ডিসেম্বর ২০২২

৬:৫৬:১১ PM
1331051

ইয়েমেন অভিমুখী আরো দুটি জ্বালানিবাহী জাহাজ আটক করল সৌদি জোট

ইয়েমেন অভিমুখী জ্বালানি তেলবাহী আরো দুটি জাহাজ আটক করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। জাহাজ দুটি ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় কৌশলগত হুদাইদা সমুদ্র বন্দরে যাচ্ছিল।

জ্বালানিবাহী জাহাজ আটকের এই ঘটনাকে ইয়েমেন দেশের জনগণের বিরুদ্ধে রিয়াদের জলদস্যুতা বলে মন্তব্য করেছে।

ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানির মুখপত্র ইসাম আল মোতাওয়াকেল গতকাল (বুধবার) ঘোষণা করেছেন যে, জ্বালানি তেলবাহী জাহাজ কসমোগ্রাফ এবং ডেটোনাকে আটক করেছে সৌদি জোট। এই দুটি জাহাজ কয়েক হাজার টন ডিজেল বহন করছিল।

মোতাওয়াকেল বলেন, জাহাজ দুটি ইয়েমেনের বন্দরে ভেড়ার জন্য জাতিসংঘের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছিল এবং দুটি জাহাজেই মানবিক পণ্য বহন করা হচ্ছিল। এরপরও সৌদি জোটের সেনারা জাহাজ দুটিকে আটক করেছে। এটি আগ্রাসী সৌদি আরব ও তার মিত্রদের ইয়েমেনের বিরুদ্ধে জলদস্যুতা ছাড়া আর কিছু নয়।

আগ্রাসী সৌদি জোটের এই বর্বর আচরণের কারণে ইয়েমেনের জনগণের ভোগান্তি আরো বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

দুই সপ্তাহ আগেও সৌদি-জোট ইয়েমেন অভিমুখী একটি তেলজাত পণ্যবাহী জাহাজ আটক করেছে। সৌদি জোটের এই ধরনের আচরণের বিরুদ্ধে ইয়েমেনের কর্মকর্তারা এরইমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।#

342/