‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৮ ডিসেম্বর ২০২২

৫:৪৮:৩৫ PM
1334096

মূল্যসীমা ব্যবহারকারী দেশগুলোর কাছে তেল রপ্তানি নিষিদ্ধ করল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিগ্রী জারির মাধ্যমে মূল্যসীমা ব্যবহারকারী দেশগুলোর কাছে তেল রপ্তানি নিষিদ্ধ করেছেন। গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিন এই ডিগ্রিতে সই করেন।

ডিক্রি জারির ফলে যে সমস্ত দেশ রাশিয়ার তেল কেনার ব্যাপারে মূল্যসীমা ব্যবহার করছে সে সব দেশের কাছে রাশিয়ার তেল ও তেলজাত পণ্য বিক্রি করা হবে না। আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পহেলা জুলাই এই পাঁচ মাস নিষেধাজ্ঞাটি বহাল থাকবে।

প্রেসিডেন্ট পুতিনের ডিক্রিতে বলা হয়েছে, যদি ঠিকাদারি প্রতিষ্ঠান বা ব্যক্তি জি-সেভেন ও ইউরোপীয় ইউনিয়ন ঘোষিত মূল্যসীমা অনুসরণ করে তাহলে রাশিয়ার তেল এবং তেলজাত পণ্য সেসব বিদেশী প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে রপ্তানি করতে পারবে না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রেসিডেন্ট এই নিয়ম রোহিত করতে পারবেন বলে ডিক্রিতে ব্যবস্থা রাখা হয়েছে।

চলতি মাসের প্রথম দিকে ইউরোপীয় ইউনিয়ন ও শিল্পোন্নত দেশগুলোর সংগঠন আইন করেছে যে, রাশিয়া তার প্রতি ব্যারেল তেল ৬০ ডলারে বিক্রি করতে বাধ্য। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই আইন মানবে না তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো ব্যবস্থা নেয়া হবে এবং তারাও নিষেধাজ্ঞের আওতায় পড়বে। রাশিয়া বলেছে, তারা এই নিয়ম মানবে না এবং যারা এই নিয়ম মেনে রাশিয়ার কাছ থেকে তেল পেতে চাইবে তাদেরকে তেল দেয়া হবে না।#

342/