গত বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হলুসি আকার, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আলী মাহমুদ আব্বাস এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এ বৈঠকে বসেন।
সিরিয়ার পত্রিকাটি বলছে, আলোচনার ফলাফল হিসেবে তুরস্ক সিরিয়ার খণ্ড থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে। এছাড়া, সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গেরিলাদেরকে আঙ্কারা এবং দামেস্ক দুই পক্ষই ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার গুপ্তচর বলে মনে করে। তুরস্ক এবং সিরিয়া দুই দেশই কুর্দি এই গেরিলাদেরকে নিজেদের জন্য মারাত্মক হুমকিও মনে করে।
তুরস্ক মনে করে, বিচ্ছিন্নতাবাদী পিকেকে গেরিলা এবং কুর্দি ওআইপিজি গেরিলা গোষ্ঠী সন্ত্রাসী সংগঠন এবং তারা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। গত কয়েক বছর ধরে তুর্কি সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থান করছেন এবং তুর্কি বাহিনী মাঝে মধ্যে সিরিয়ার ওয়াইপিজি গেরিলা অবস্থানে হামলা চালায়।#
342/