‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

২ জানুয়ারী ২০২৩

৫:০১:২৮ PM
1335399

ইহুদিবাদী হামলায় পশ্চিম তীরে আরো দুই ফিলিস্তিনি তরুণ শহীদ

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনাদের হামলায় অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরে আরো দুই তরুণ শহীদ হয়েছেন। ফিলিস্তিনের হাসপাতাল সূত্র জানিয়েছে, জেনিন শহরের কাফ্‌র দান এলাকায় এই দুই তরুণ শহীদ হন।

তাদের একজনের নাম মোহাম্মাদ সামের হোশিয়েহ এবং অন্যজনের নাম ফুয়াদ মাহমুদ আহমদ আবেদ। এর মধ্যে ফুয়াদ আবেদের তলপেট ও উরুতে ইসরাইলি সেনারা গুলি করে। শহীদ দুই তরুণের বয়স ২১ বছর এবং ১৭ বছর। হামলায় আরো ৮ ফিলিস্তিনি আহত হন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইহুদিবাদী সেনারা ২৩ বছর বয়সী শহীদ আহমাদ আয়মান আবেদ এবং ২২ বছর বয়সী আব্দুর রহমান হানি আবেদের বাড়ি উচ্ছেদ করতে এলে সংঘর্ষ শুরু হয় এবং তখন ফুয়াদ আবেদ শহীদ হন।
ইহুদিবাদী সেনারা অভিযোগ করছে যে, আয়মান আবেদ এবং হানি আবেদ সম্প্রতি আল-জালামা চেকপয়েন্টের কাছে গুলি চালিয়ে একজন ইসরাইলি সেনা অফিসারকে হত্যা করে। এজন্য ইসরাইলি সেনারা তাদের ঘরবাড়ি উচ্ছেদ করতে আসে।
২০২২ সালের শুরুর দিক থেকে এ পর্যন্ত ইহুদবাদীদের হাতে ২২৪ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন তার মধ্যে শুধুমাত্র জেনিন শহরেই শহীদ হয়েছেন ৫৯ জন।#


342/