‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৬ জানুয়ারী ২০২৩

৩:০৭:১৭ PM
1336324

যুদ্ধ মিশনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সজ্জিত রুশ যুদ্ধজাহাজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন প্রথমবারের মতো জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সজ্জিত একটি ফ্রিগেট মোতায়েন করেছেন। ফ্রিগেটটি আটলান্টিক সাগর হয়ে ভারত মহাসাগর পর্যন্ত টহল দেবে। এ সম্পর্কের প্রসিডেন্ট পুতিন বলেছেন, “আমরা শত্রুর সম্ভাব্য হামলা মোকাবেলার জন্য এ পদক্ষেপ নিয়েছি।”

জিরকন ক্ষেপণাস্ত্র সজ্জিত জাহাজ মোতায়েনের বিষয়টি পুরোপুরি তত্ত্বাবধান করেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, জিরকন ক্ষেপণাস্ত্র হচ্ছে অনন্য সাধারণ অস্ত্র এবং কোনো দেশের হাতে এর সাথে তুলনা করার মতো কোনো অস্ত্র নেই। পুতিন বলেন, জিরকন ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ রাশিয়ার জাতীয় স্বার্থ রক্ষা করবে।

এদিকে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, জিকরন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যেকোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্র এক হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।#

342/