‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৬ জানুয়ারী ২০২৩

৩:০৮:১৪ PM
1336326

আল-আকসার অবমাননার জন্য ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে: ইরান

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ কম্পাউন্ডে উগ্র ডানপন্থি এক ইসরাইলি মন্ত্রীর অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মুসলমানদের এই পবিত্র স্থাপনার অবমাননা করার জন্য ইহুদিবাদী ইসরাইলকে চড়া মূল্য দিতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (বৃহস্পতিবার) ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির মহাসচিব হোসেইন ইব্রাহিম তাহা’র সঙ্গে এক টেলিফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় দুই কূটনীতিক মুসলিম বিশ্বের সর্বশেষ পরিস্থিতি বিশেষ করে মুসলমানদের প্রথম কেবলায় একজন ইহুদিবাদী মন্ত্রীর অনুপ্রবেশ নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন। ইসরাাইলি মন্ত্রীর আল-আকসা মসজিদ অবমাননার নিন্দা জানানোয় তাহা’কে ধন্যবাদ জানিয়ে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “ভুয়া ইসরাইল সরকারের জন্য এই ঘটনার পরিণতি হবে মারাত্মক।”

আল-আকসা মসজিদকে কেন্দ্র করে তেল আবিব সরকারের উস্কানির প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বায়তুল মুকাদ্দাস শহরের মুসলিম পবিত্র স্থানগুলোর অবমাননা বন্ধ করার জন্য একটি ‘কার্যকর আন্তর্জাতিক আইনি ব্যবস্থা’ চালু করা দরকার।

টেলিফোনালাপে ওআইসি মহাসচিব ইসরাইলি মন্ত্রীর আল-আকসা মসজিদ অবমাননার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনায় মুসলিম উম্মাহর অনুভূতিতে  আঘাত লেগেছে। এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ চলতে থাকলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হবে বলেও জানান তাহা। এ ধরনের পদক্ষেপ বন্ধ করতে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করার জন্য তিনি বিভিন্ন স্থানে কথা বলছেন বলে জানান ওআইসি মহাসচিব।

দখলদার ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির গত মঙ্গলবার আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করেন। তার এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের প্রতি নজিরবিহীন উসকানি হিসেবে দেখা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলি মন্ত্রীকে মসজিদ কম্পাউন্ড পরিদর্শন করতে দেখা যায়।#

342/