‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

১১ জানুয়ারী ২০২৩

৫:২১:৩৪ PM
1337815

মোসাদের সাথে সম্পর্কযুক্ত আরো দুটি গুপ্তচর চক্র বানচাল করল ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন করে আরো দুটি গুপ্তচর চক্রের সন্ধান পেয়েছে এবং সেগুলোকে এরইমধ্যে বানচাল করা হয়েছে। পাশাপাশি ওই গুপ্তচর চক্রের কয়েকজনকে আটক করা হয়।

গতকাল (মঙ্গলবার) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত গুপ্তচর ও সন্ত্রাসীচক্রের ২৩ সদস্যকে শনাক্ত করা হয়েছে যার মধ্যে দেশের ভেতর থেকে ১৩ জনকে আটক করা হয়।

এসব ব্যক্তিকে তেহরান, ইস্পাহান, ইয়াদ, পশ্চিম আযারবাইজান এবং গোলেস্তান প্রদেশ থেকে সনাক্ত করা হয়েছে। যে ১৩ জন গুপ্তচরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে যা গোয়েন্দাবৃত্তি ও সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করা হয়ে থাকে।

ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ডিসেম্বরে অন্য একটি অভিযানে চারটি চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। মোসাদের এসব গুপ্তচর ইরানের ভেতরে একজন সেনা কর্মকর্তাকে হত্যা এবং বিভিন্ন শহরে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে গোয়েন্দা মন্ত্রণালয়ের বিবৃতি জানানো হয়েছে। বিদেশি মদদে যখন ইরানের ভেতরে সরকারবিরোধী বিক্ষোভের নামে সহিংসতা চালানো হচ্ছে তখন এই সমস্ত গুপ্তচরকে আটক করা হলো।#

342/