‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
সোমবার

১৬ জানুয়ারী ২০২৩

৫:১৪:১২ PM
1339004

গোটা জাতি মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়বে: ইসরাইলি প্রেসিডেন্ট

ইহুদিবাদী ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ অধিকৃত অঞ্চলে হাজার হাজার মানুষের সাম্প্রতিক বিক্ষোভের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার সন্ধ্যায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিচার ব্যবস্থায় সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

ইসরাইলি প্রেসিডেন্ট বলেছেন, বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে তা গোটা জাতিকে মারাত্মকভাবে বিভক্ত করে ফেলবে। তিনি আরও বলেছেন, 'আমরা বড় ধরণের মতবিরোধের মধ্যে আছি। এটা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। গোটা ইসরাইলের অনেকেই এ বিষয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।' 

গত শনিবার তেল আবিবের রাজপথে ৮০ হাজার মানুষ অংশ নিয়েছে যারা গগণবিদারী স্লোগানে স্বৈরাচার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার দাবি জানায়।

গত ডিসেম্বরের শেষ দিকে নেতানিয়াহু উগ্রপন্থী সরকার গঠন করে। এরপর তার বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশের ঘটনা।

নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে যেগুলোর জন্য ২০১৯ সালেই তাকে দোষী সাব্যস্ত করা হয়। বিক্ষোভকারীরা বলছেন, বিচার বিভাগে সংস্কারের মাধ্যমে নেতানিয়াহু তার অর্থনৈতিক কেলেঙ্কারি ও দুর্নীতির বিষয়টি চাপা দিতে চান।#

342/