‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২০ জানুয়ারী ২০২৩

৭:৪৬:১৬ PM
1339723

ইরানের সঙ্গে সকল খাতে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইরানের সঙ্গে সকল খাতে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি গতকাল (বৃহস্পতিবার) প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে ফোন করে তার দেশের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।

এই নিয়ে গত ১০ দিনেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার ইরানের প্রেসিডেন্টকে ফোন করে কথা বললেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিন জানিয়েছে, দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। পুতিন বলেন, সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জ্বালানি ও পর্যটন খাতে তেহরান-মস্কো সহযোগিতা শক্তিশালী করার সুযোগ রয়েছে। 

টেলিফোনালাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার সম্ভাব্য সব উপায় খুঁজে করতে হবে। ইরান ও রাশিয়ার মধ্যে এর আগে স্বাক্ষরিত চুক্তিগুলোকে ‘ইতিবাচক ও গঠনমূলক’ আখ্যায়িত করেন প্রেসিডেন্ট রায়িসি।

এদিকে, নর্থ-সাউথ করিডোর নামক ট্রানজিট রুট বাস্তবায়ন করার কাজ চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইরান। এই করিডোর চালু হলে যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ার পাশাপাশি দক্ষিণ এশিয়া থেকে ইউরোপে যাতায়াতের সময়ও উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

ইরান, রাশিয়া ও ভারত ২০০২ সালে ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোর বা আইএনএসটিসি শীর্ষক একটি চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী ভারতীয় পণ্য ইরান, আফগানিস্তান, আজারবাইজান, রাশিয়া ও মধ্য এশিয়া হয়ে ইউরোপে প্রবেশ করবে। দক্ষিণ এশিয়া থেকে ইউরোপের যাওয়ার সময় ও ব্যয় কমানোর ক্ষেত্রে আইএনএসটিসি’কে গেম-চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। ইরান ও রাশিয়া হয়ে ইউরোপে প্রবেশের এই রুট পুরোদমে চালু হলে সুয়েজ খালের  ওপর নির্ভরশীলতা কমে যাবে।#

342/