‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

৫ ফেব্রুয়ারী ২০২৩

৫:০৭:৩০ PM
1343833

বুখারেস্টে আহলে বাইত (আ.) ইসলামি কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন + ছবি

রোমানিয়ায় উদ্বোধন হয়েছে আহলে বাইত (আ.) ইসলামি কেন্দ্রের নতুন ভবন ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নতুন ডিজাইনে নির্মিত আহলে বাইত (আ.) ইসলামি কেন্দ্রের নতুন ভবন বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে।

বিভিন্ন দেশের নাগরিক আহলে বাইতের (আ.) অনুসারীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ধর্মীয় বিভিন্ন উপলক্ষ পালন এবং মুসলমানদেরকে সেবা প্রদানসহ অন্যান্য ধর্মীয় তৎপরতার জন্য প্রস্তুত আহলে বাইত (আ.) ইসলামি কেন্দ্র।

রোমানিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি দেশ, এর রাজধানী বুখারেস্ট। জনসংখ্যার দিক থেকে দেশটি ইউরোপীয় ইউনিয়নের সপ্তম এবং আয়তনের দিক থেকে নবম। ১ কোটি ৯২ লাখ ৫০ হাজার জনসংখ্যার দেশটিতে তিন শতাংশেরও বেশি মুসলমান।

রোমানিয়ায় ইসলামের আগমন ঘটেছিল ‘সারি সাল্টিক’ কর্তৃক প্রথম বাইজান্টাইন সাম্রাজ্যের সময়। এরপর উসমানীয়দের ক্রমাগতভাবে অভিবাসনের ফলে দেশটিতে ইসলাম ধর্মের বিকাশ ঘটে। কিন্তু ১৯ শতকের শেষের দিক থেকে অভিবাসনের ধারা কমে যায়।

রুমানিয়াতে শিয়া ও সুন্নি মাযহাবের বিভিন্ন ধর্মীয় কেন্দ্র ও ইনস্টিটিউট সচল রয়েছে। এদেশে বসবাসকারী শিয়াদের বেশীরভাগই লেবানন, ইরাক, পাকিস্তান, ইরান ও তুরস্কের নাগরিক। দেশটিতে তৎপর শিয়া সংস্থাগুলোর মধ্যে আল-যাহরা (আ.) ইসলাম কেন্দ্র এবং আহলে বাইত (আ.) ইসলামি কেন্দ্র সবচেয়ে প্রসিদ্ধ।#176