‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২২ ফেব্রুয়ারী ২০২৩

৬:১৭:৪২ PM
1348347

৯/১১’র ভিকটিম পরিবারগুলো আফগান অর্থ ব্যবহার করতে পারবে না

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্যকেন্দ্রে কথিত সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আফগানিস্তানের জব্দকৃত তহবিল থেকে অর্থ ব্যবহার করতে পারবে না বলে সিদ্ধান্ত জানিয়েছে আমেরিকার একটি ফেডারেল আদালত। আদালত বলেছে, আফগানিস্তানের জব্দকৃত অর্থ নাইন ইলেভেনের ভিকটিমরা ব্যবহার করলে তা হবে অসংবিধানিক।

মার্কিন ডিস্ট্রিক্ট জাজ জর্জ ড্যানিয়েলস গতকাল (মঙ্গলবার) এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, দ্যা আফগানিস্তান ব্যাংক থেকে ৩৫০ কোটি ডলারের যে সম্পদ আটক করেছে সরকার, নাইন ইলেভেনের ভিকটিম পরিবারের সদস্যদেরকে তা ব্যবহারের এক অনুমতি দেয়ার এখতিয়ার ফেডারেল আদালতের নেই।

বিচারক ড্যানিয়েলস বলেন, নাইন ইলেভেনের ভিকটিম পরিবারগুলোকেকে এই সম্পদ ব্যবহারের অনুমতি দিলে তা হবে অসংবিধানিক কারণ এই অর্থ ব্যবহারের মানেই হবে আফগানিস্তানের তালেবান গোষ্ঠীকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়া। এই সিদ্ধান্ত দেয়ার মাধ্যমে বিচারক আফগানিস্তানের আটকৃত সম্পদ ব্যবহারের অনুমতি দেয়া থেকে বিরত থাকলেন। বিচারক তার ৩০ পৃষ্ঠার সিদ্ধান্তে বলেছেন, ২০০১ সালে আমেরিকার উপর ঘৃণ্যতম সন্ত্রাসী হামলা হয়েছে কিন্তু তাই বলে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ব্যবহার করা যায় না।

তিনি বলেছেন, তালেবানকে নাইন ইলেভেনের হামলার জন্য অবশ্যই মূল্য দিতে হবে কিন্তু আফগানিস্তানের শাসকগোষ্ঠী অথবা আফগান নাগরিক হিসেবে তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নেয়া যাবে না। এর আগে গত আগস্ট মাসে আমেরিকার ম্যাজিস্ট্রেট আদালত একই ধরনের সিদ্ধান্ত দিয়ে বলেছিল, আফগানিস্তানে আটক করা সম্পদ নাইন ইলেভেনের ভিকটিমরা ব্যবহার করতে পারবে না।#

342/