‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২২ ফেব্রুয়ারী ২০২৩

৬:২২:২৯ PM
1348358

তুরস্ক-সিরিয়া সীমান্তে নতুন ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮

তুরস্ক ও সিরিয়া সীমান্তে গতরাতের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে আট জন হয়েছে। দুই সপ্তাহ আগের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গতরাতে (সোমবার রাতে) ফের ভূমিকম্প আঘাত হানে দুই দেশের সীমান্তবর্তী এলাকায়।

এই ভূমিকম্পেও নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, রিখটার স্কেলে গতরাতের ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফারহেতিন কোচা বলেছেন, সোমবার রাতের ভূমিকম্পে ২৯৪ জন আহত হয়েছেন। তিনি বলেন, আহতদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্পের পর অনেক স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। কারণ, সেগুলোর ভবনে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা ভবনে প্রবেশ না করতে সবাইকে আহ্বান জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার রাতের ভূমিকম্পের পর আনতাকিয়ার বাসিন্দাদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। বাড়ি থেকে নেমে সবাই রাস্তায় অবস্থান নেন। সবাই কান্না করছিলেন।

এর আগে গত ৬ ফেব্রুয়ারির তুরস্কের ইতিহাসে শতাব্দীর ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তুরস্কে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে মারা গেছে ৪১ হাজার ১৫৬ জন। তিন লাখ ৮৫ হাজার অ্যাপার্টমেন্ট ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ভূমিকম্পে সিরিয়াতেও নিহত হয়েছেন কয়েক হাজার মানুষ।#

342/