‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২৪ ফেব্রুয়ারী ২০২৩

১২:০৪:২০ PM
1348655

চুক্তি স্থগিত রাখার পরদিনই পরমাণু অস্ত্র শক্তিশালী করার ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ নিজের পরমাণু শক্তি উন্নত করার দিকে বিশেষ মনযোগ দিয়েছে। আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক একটি কৌশলগত চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়ার একদিন পর একথা বললেন পুতিন।

রাশিয়ার একটি জাতীয় দিবস উপলক্ষে পুতিন মস্কোর একটি স্টেডিয়ামে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দেন। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া তার সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করে যাবে। তিনি বলেন, “আগের মতোই আমরা আমাদের পরমাণু অস্ত্র ভাণ্ডারকে শক্তিশালী করার দিকে গভীর মনযোগ দেব।”

ভ্লাদিমির পুতিন তার ভাষণে এই প্রথম তার দেশের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ মোতায়েনের কথা বলেন। তিনি বলেন, চলতি বছর একাধিক পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।

রুশ প্রেসিডেন্ট বলেন, “আমরা আকাশ-ভিত্তিক হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গণ উৎপাদন চালিয়ে যাবো। সেইসঙ্গে সাগর-ভিত্তি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করব।”

এর আগে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পরমাণু চুক্তি থেকে মস্কোকে সাময়িকভাবে প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন। রাশিয়ার পার্লামেন্টে দেয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, এই সিদ্ধান্তের কারণে নিউ স্টার্ট চুক্তি থেকে মস্কো বেরিয়ে যাবে না তবে সাময়িক সময়ের জন্য স্থগিত রাখবে। রাশিয়া এবং আমেরিকার পরমাণু অস্ত্রের বিস্তার ঠেকাতে দু’দেশ নিউ স্টার্ট ট্রিটি চুক্তি করেছিল এবং এটিই বর্তমানে দু’দেশের মধ্যে টিকে থাকা একমাত্র চুক্তি।#

342/