‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১৩ মে ২০২৩

৯:৫৬:৩৫ AM
1365238

ইসরাইলের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি সরাতেই গাজায় আগ্রাসন: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট থেকে বাঁচার জন্যই অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্মম আগ্রাসন শুরু করেছে। তবে এই আগ্রাসনের মাধ্যমে নেতানিয়াহু তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না।

লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এলাকায় হিজবুল্লাহর সাবেক সামরিক কমান্ডার সাইয়্যেদ মুস্তফা বাদরুদ্দিনের শাহাদাতের সপ্তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সাইয়্যেদ নাসরুল্লাহ এ মন্তব্য করেন।

হিজবুল্লাহ নেতা ইসরাইলি আগ্রাসনের শিকার প্রতিরোধ যোদ্ধাদের শাহাদাতে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের প্রতি শোক ও সমবেদনা জানান। গত চারদিনের আগ্রাসনে এখন পর্যন্ত ইসলামি জিহাদের ছয়জন সামরিক কমান্ডার শহীদ হয়েছেন।

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, “আমরা জানি নেতানিয়াহু তিনজন জিহাদ কমান্ডার এবং একদল নারী ও শিশুকে হত্যা করার মাধ্যমে তার আগ্রাসন শুরু করেছে। সে ইসরাইলের অভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে এই আগ্রাসন চালিয়েছে। জোট সরকারে ভাঙন ঠেকিয়ে নিজের রাজনৈতিক অবস্থান সংহত করাই তার উদ্দেশ্য।”

হিজবুল্লাহ নেতা বলেন, “কিন্তু নেতানিয়াহুর হিসাব-নিকাশ ব্যর্থ প্রমাণিত হয়েছে। কারণ, সে জিহাদ আন্দোলনকে টার্গেট করলেও বাকি প্রতিরোধ আন্দোলনগুলি এখন ইসলামি জিহাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, আগ্রাসনের মুখে ইসলামি জিহাদ অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে।ইহুদিবাদী শত্রুরা জিহাদ আন্দোলনের পক্ষ থেকে প্রতিক্রিয়া আশা করেছিল কিন্তু এটির নেতারা যখন শান্তভাব বজায় রেখেছেন তখনই তেল আবিব বিভ্রান্ত হয়েছে।

হিজবুল্লাহ নেতা গাজার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর ঐক্য ও সংহতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, তাদের এই ঐক্য বজায় থাকলে ইহুদিবাদী ইসরাইল কখনও তার লক্ষ্য অর্জন করতে পারবে না।#

342/