‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২০ মে ২০২৩

২:৫৩:০৮ PM
1367271

কর্ণাটকে নয়া মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, শপথ অনুষ্ঠানে বিজেপি বিরোধী নেতাদের ভিড়

ভারতের কর্ণাটকে আজ নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা সিদ্দারামাইয়া।উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন ডিকে শিবকুমার। রাজ্যটিতে সাম্প্রতিক নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপিকে পরাজিত করে প্রধান বিরোধী দল কংগ্রেস বিপুলভাবে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে।

আজ (শনিবার) দুপুরে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট কংগ্রেস বিধায়ক সিদ্দারামাইয়া, ডিকে শিবকুমারের পাশাপাশি ৮ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান। মুখ্যমন্ত্রী হিসেবে এটি সিদ্দারামাইয়ার দ্বিতীয় মেয়াদ। তিনি এর আগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী ছাড়াও যে বিধায়করা আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা হলেন মধ্যে জি পরমেশ্বর, কেএইচ মুনিয়াপ্পা, কেজে জর্জ, এমবি পাটিল, সতীশ জারকিহোলি, প্রিয়াঙ্ক খাড়গে, রামালিমগা রেড্ডি এবং বিজেড জামির আহমেদ খান।

কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী আজ আজ শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে  জনগণের উদ্দেশে বলেন, ‘এই নির্বাচনে কংগ্রেস কীভাবে জিতেছে তা নিয়ে অনেক কিছু লেখালিখি হয়েছে। বিভিন্ন বিশ্লেষণ করা হয়েছিল। কিন্তু আমি বলতে চাই যে কংগ্রেস জিতেছে কারণ আমরা দরিদ্র, দলিত এবং আদিবাসী ও অনগ্রসর শ্রেণির পাশে দাঁড়িয়েছি। আমাদের ছিল সত্য, দরিদ্র মানুষ ছিল। বিজেপির কাছে টাকা, পুলিশ সবকিছুই ছিল কিন্তু কর্ণাটকের জনগণ তাদের সমস্ত ক্ষমতাকে পরাজিত করেছে।’

আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস নেতাদের পাশাপাশি বিজেপি বিরোধী নেতা-নেত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আবদুল্লাহ এবং জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি, বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়াচুরি, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, এনসিপির সিনিয়র নেতা শরদ পাওয়ার ও অন্যরা উপস্থিত ছিলেন।

গত ১০ মে ২২৪ আসন সমন্বিত কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দল কংগ্রেস একাই ১৩৫ আসনে জয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। সরকার গড়তে প্রয়োজন ছিল ১১৩ আসনের। অন্যদিকে, বিজেপি ৬৬টি এবং জেডি (এস) ১৯ এবং অন্যরা ৪টি আসনে জয়ী হয়েছে।#

342/