‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

২১ মে ২০২৩

৩:১২:৫৭ PM
1367603

নির্বিঘ্ন হজ কাফেলা পরিচালনা করতে সব প্রস্তুতি নিয়েছে সরকার: দাবি মন্ত্রীদের

৪১৫ জন হজযাত্রী নিয়ে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদী আরবের জেদ্দায় পৌঁছেছে, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। স্থানীয় সময় রোববার সকাল ৭টায় বিমানটি জেদ্দায় পৌঁছে। এর আগে শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।

এছাড়া, বিমানের আরও ৪টি ফ্লাইট, দিনের বিভিন্ন সময় জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, মো. মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। করোনার বিধিনিষেধের ফলে গেল বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর সংখ্যা ছিল, মাত্র ৫৭ হাজার ৫৮৫ জন। তবে এবার কোন বিধিনিষেধ না থাকায়, বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ২২১ জন যাচ্ছেন পবিত্র হজ পালনে। যার প্রথম ফ্লাইট পৌঁছেছে সৌদিআরবে। শনিবার দিবাগত রাতে ৪১৫ জন যাত্রী নিয়ে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট ছেড়ে যায়।

রাতেই হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় যাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাত এবং খোঁজ খবর নেন তারা। বলেন , হজ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। এ বছর হজ যাত্রা নিয়ে কোন প্রকার জটিলতা হবে না বলেও জানান পর্যটন ও ধর্ম প্রতিমন্ত্রী।

যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন করতে ৮ ঘন্টা আগে থেকে, হজ যাত্রীরা আসতে শুরু করেন হজ ক্যাম্পে। প্রথম ফ্লাইটে হজে যেতে পেরে, আল্লাহর শুকরিয়া আদায় করেন হজ যাত্রীরা।

এবছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২শ ২১ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স। বাকিদের পরিবহণ করবে, সাউদিয়া এয়ারলাইন্স ও ফ্লাই নাস। বিমান প্রি-হজে ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত, ১৬২টি ও পোস্ট-হজে, ২ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত, ১৬৮টি কোরে মোট ৩৩০টি হজ ফ্লাইট পরিচালনা করবে।#

342/