২৩ মে ২০২৩ - ০৯:৪৪
এমডির বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ৪ দিন পর পদ হারালেন ওয়াসা চেয়ারম্যান

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ দেওয়ার চারদিন পর পদ হারালেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকে সরিয়ে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্ববর্তী চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন।

চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার পর গোলাম মোস্তফা গণমাধ্যমকে বলেন, ‘তাকসিম এ খান যেভাবে চায়, সেভাবে ওয়াসা চলবে। মন্ত্রণালয় নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়ে সেটাই বুঝিয়েছে। আমার করা অভিযোগের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আমার জানা নেই।’

এর আগে গত বুধবার (১৭ মে) তাকসিম এ খানের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চার পৃষ্ঠার লিখিত অভিযোগ দেন গোলাম মোস্তফা। ওই অভিযোগপত্রে তাকসিম এ খানের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম-দুর্নীত ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অভিযোগ তোলেন তিনি।#

342/