‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

২৮ মে ২০২৩

২:৫৯:০১ PM
1369387

বাগদাদে দায়েশের শীর্ষ নেতা গ্রেপ্তার

বাগদাদের দক্ষিণাঞ্চল থেকে আটক করা হয়েছে দায়েশের শির্ষস্থানীয় ঐ সন্ত্রাসী নেতাকে।

আহলে বাইত (আঃ) বার্তা সংস্থা (আবনা): ইরাকি নিরাপত্তা বাহিনী, ইরাকি সামরিক গোয়েন্দা সংস্থার সহযোগিতায় বাগদাদের দক্ষিণাঞ্চলে কয়েক মাস সতর্ক দৃষ্টি রাখার পর দায়েশের (আইএসআইএস) শীর্ষস্থানীয় এক নেতা গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে বিচার বিভাগের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ইরাকি সামরিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ঐ দায়েশ সন্ত্রাসীর নাম উল্লেখ না করে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে, আটককৃত সন্ত্রাসী ২০১৪ সালে একটি সাধারণ সৈনিক হিসাবে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর "ওসামা বিন লাদেন" ব্যাটালিয়নে যোগ দেয় এবং ইরাকি বাহিনীর বিরুদ্ধে জারফ আল-নাসরসহ ফালুজা ও মসুল পরিচালিত বেশ কয়েকটি হামলায় অংশ নিয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ধর্ষ সন্ত্রাসী বেশ কয়েকটি সশস্ত্র অভিযানের নেতৃত্বে ছিল, যার মধ্যে নেইনাভা প্রদেশে বোমা হামলা উল্লেখযোগ্য। এছাড়াও, সে দায়েশ সন্ত্রাসীদের জন্য জাল পরিচয়পত্র সরবরাহের দায়িত্বেও ছিল।#176S