আহলে বাইত (আ.) বার্তা সংস্থা
(আবনা): ইমাম খোমেনী (রহ.)-এর ৩৪তম মৃত্যুবার্ষিকী স্মরণে, ইসলামাবাদের
প্রাণকেন্দ্রে উম্মতে মুস্তফা (সা.) জাগরণ আন্দোলনের প্রচেষ্টায়, ইমামের আদর্শের বিপুল সংখ্যক অনুসারী, ইসলামী বিপ্লবের সমর্থক এবং ইসলামী উম্মাহর ঐক্যের
পতাকাবাহীদের উপস্থিতিতে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ইসলামাবাদের ফাতেমাহ জিন্নাহ পার্ক থেকে ইসনা আশারী ইসলামিক সেন্টার পর্যন্ত শত শত মাজহাবী কর্মী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুসারীরা ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা প্রয়াত ইমাম খোমেনী (রহ.), ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনায়ী, শহীদ জেনারেল হজ কাসেম সোলেইমানি এবং কুদসের ছবি হাতে নিয়ে ইমাম (রহ.) এবং প্রতিরোধ যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই সমাবেশটি শিয়া ও সুন্নি চিন্তাবিদদের উপস্থিতিতে ইসলামাবাদের ইসনা আশারী ইসলামিক সেন্টারে আয়োজিত ইমাম খোমেনী (রহ.)-এর মৃত্যুবার্ষিকীর সম্মেলনের মাধ্যমে সমাপ্ত হয়।
উম্মতে মুস্তফা (সা.) জাগরণ আন্দোলনের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ‘সৈয়দ জাওয়াদ নাকভি’, ইমাম খোমেনী (রহ.)-এর অনুসারীদের সমাবেশের বক্তৃতায়, জনগণের বিভিন্ন অংশ, বিশেষ করে বিভিন্ন মুসলিম মাজহাবের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ উপস্থিতির বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন: ইমাম খোমেনি (রহ.) ইসলামী বিশ্বের সম্মান ও অহংকার ফিরিয়ে দিয়েছেন এবং বিশ্বের মুসলিমরা আজ ইমাম খোমেনী (রহ.)-এর সাহসী নেতৃত্বের কাছে ঋণী।
তিনি বিপ্লবের সময় ইরানি জাতির প্রতি বিশ্ব সাম্রাজ্যবাদের পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি এবং বিগত চার দশক ধরে ইরানকে ভীতি প্রদর্শনের তীব্রতার প্রতি ইশারা করে বলেন: আজ কুদস ও ফিলিস্তিনের মত ইস্যুর টিকে থাকাটা, ইরানের প্রয়াত নেতার ঐতিহাসিক খেদমতের কাছে ঋণী।
ইমাম খোমেনী (রহ.) এর মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারীগণ ইহুদীবাদ ও আমেরিকা বিরোধী শ্লোগান দিয়ে ইসলামী বিপ্লবের প্রয়াত এই প্রতিষ্ঠাতার আদর্শের সাথে তাদের অঙ্গিকার নবায়ন করেন।#176






