‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৩০ অক্টোবর ২০২৩

৪:৩৩:২৬ PM
1406758

ইহুদিবাদীদের অপরাধের বিপরীতে নীরবতা হলো মানবতার সাথে বিশ্বাসঘাতকতা: আয়াতুল্লাহ রেজা রামাজানি

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব বলেছেন, মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যায় এবং এই স্থানটি রোগীদের আশ্রয়স্থল; কিন্তু ইহুদিবাদী শাসকগোষ্ঠী হাসপাতালে আক্রমণ করে চরম অপরাধ করছে যা সত্যিই বেদনাদায়ক।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব গত (শনিবার) দারস-এ-খারেজে’র শুরুতে ইহুদিবাদী শাসকগোষ্ঠী কর্তৃক গাজায় প্রবল বোমাবর্ষণের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

আয়াতুল্লাহ রেজা রামাজানি বলেছেন, আমরা তিক্ত সময় অতিবাহিত করছি এবং আমরা গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে ক্রমাগত অপরাধ প্রত্যক্ষ করছি। গত রাতেও, ইহুদিবাদী শাসকগোষ্ঠী গাজায় ব্যাপক হামলা চালিয়েছে, অনেক ঘরবাড়ি ধ্বংস করেছে এবং নিরপরাধ শিশু ও অসহায় নারীদের নির্বিচারে হত্যা করেছে।

ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধী  উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষ চিকিৎসার জন্য হাসপাতালে যায় এবং এই স্থানটি অসুস্থদের আশ্রয়স্থল; কিন্তু ইহুদিবাদী শাসকগোষ্ঠী হাসপাতালে আক্রমণ করে চরম অপরাধ করছে যা সত্যিই বেদনাদায়ক।

ধর্মীয় উচ্চতর পর্যায়ের এই শিক্ষক বলেন, আমরা মহান আল্লাহর কাছে গাজার নিপীড়িত জনগণের প্রতি তাঁর অনুগ্রহ প্রসারিত করার জন্য প্রার্থনা করি এবং আমাদের এই প্রার্থনা দিন দিন বাড়াতে হবে। সর্বশক্তিমান মহান আল্লাহ হলেন আল্লাহর পথে মুজাহিদদের সমর্থক, যে মুজাহিদরা তাগুতি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং লড়াই করে।

তিনি সাম্রাজ্যবাদী অপশক্তিগুলো সম্পর্কে বলেন, সাম্রাজ্যবাদী অপশক্তিগুলো ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে তাদের অস্ত্র ও সৈন্য দিয়ে সাহায্য করেছে এবং তারা ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে অপরাধের মাধ্যমে ফিলিস্তিনি ভূমি জবরদখলের সুযোগ করে দিচ্ছে।

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব তার বক্তব্যের শেষ অংশে বলেন, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা গ্রহণযোগ্য নয়, এক্ষেত্রে বিবেকবান প্রতিটি ব্যক্তির নীরবতা হলো মানবতার সাথে বিশ্বাসঘাতকতা।#176