‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৭ ডিসেম্বর ২০২৩

২:৪১:৫৭ PM
1418196

রাশিয়া ন্যাটো মিত্রদের ওপর হামলা করবে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়া বিজয়ী হয় তাহলে তারা ন্যাটো সামরিক জোটের ওপর হামলা চালাতে পারে। আর যদি এ ধরনের হামলা হয় তাহলে বিশ্বযুদ্ধ শুরু হবে যাতে মার্কিন সেনারা জড়িয়ে পড়বে।

গতকাল (বুধবার) ১১১ বিলিয়ন ডলারের জাতীয় নিরাপত্তা তহবিল পাস করার বিষয়ে কংগ্রেসের প্রতি আহ্বান জানাতে গিয়ে এসব কথা বলেছেন জো বাইডেন। এই বিলের প্রতি ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সমর্থন থাকলেও এর বিরোধিতা করেছে রিপাবলিকান দল।

এই বিলে যে ১১১ বিলিয়ন ডলার তহবিল বরাদ্দের আহ্বান জানানো হয়েছিল তার মধ্যে ইউক্রেনকে ৬০ বিলিয়ন ডলার দেয়ার পরিকল্পনা ছিল। এছাড়া, তাইওয়ান এবং ইসরাইলকেও বিশাল অংকের অর্থ দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

বিলটি মার্কিন সিনেটে পাস করতে ব্যর্থ হয়ে জো বাইডেন বলেছেন, বিলের বিরোধিতা করে রিপাবলিকানরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উপহার দিতে চেয়েছেন। বাইডেন আরো বলেন, “যদি পুতিন ইউক্রেনকে নিয়ে নেন তাহলে তিনি সেখানে থামবেন না, পুতিন ন্যাটো মিত্রদের ওপর হামলা চালাবেন। তবে আমরা ন্যাটো মিত্রদের প্রতি ইঞ্চি ভূমি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।” বাইডেন বলেন, ইউক্রেনকে অর্থ দিতে ব্যর্থ হলে রাশিয়ার বিরুদ্ধে মার্কিন সেনাদের লড়াই প্রভাবিত হবে।

এদিকে, ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ বাইডেনের মন্তব্যকে উসকানিমূলক বলে সমালোচনা করেছেন।# 

342/