‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

৭ ডিসেম্বর ২০২৩

২:৪২:২০ PM
1418197

ইউক্রেনকে তহবিল সরবরাহের প্রচেষ্টা আটকে দিল মার্কিন সিনেট

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নতুন করে ছয় হাজার কোটি ডলার সরবরাহ সংক্রান্ত একটি প্রস্তাব আটকে দিয়েছে মার্কিন সিনেট। এই প্রস্তাব পাস করার জন্য সিনেটে ৬০ ভোটের দরকার ছিল। কিন্তু প্রস্তাবের পক্ষে পড়ে ৪৯‌ ভোট এবং বিপক্ষে পড়ে ৫১ ভোট।

প্রস্তাবের বিরুদ্ধে বিরোধী রিপাবলিকান দল ভোট দিয়েছে। এর পাশাপাশি ভারমন্ট অঙ্গরাজ্য থেকে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী বার্নি স্যান্ডার্সও প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেন। দ্যা হিল পত্রিকা জানিয়েছে, নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমারও "না" ভোট দিয়েছেন যাতে তিনি আবার পরবর্তী তারিখে বিলটি সিনেটে তুলতে পারেন। 

দিনের প্রথম ভাগে প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটকে বিলটি অনুমোদনের জন্য অনুরোধ করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন রিপাবলিকানরা "যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে আক্ষরিক অর্থে হাঁটু গেড়ে বসে থাকতে বাধ্য করতে চায়।” তিনি বলেন, রিপাবলিকানরা প্রকৃতপক্ষে কিয়েভের জন্য তহবিলকে সীমান্ত নীতির মধ্যে "জিম্মি" রাখতে চায়।

রাশিয়ার সাথে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা কিয়েভকে ১০ হাজার কোটি ডলারের বেশি অর্থ সহায়তা পাঠিয়েছে। এরপরও মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন মঙ্গলবার বলেছেন, বাড়তি তহবিল ছাড়া ইউক্রেন পরাজিত হবে এবং এটা হবে সম্পূর্ণরূপে ওয়াশিংটনের ভুলের জন্য।#

342/