‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

৯ ডিসেম্বর ২০২৩

৫:৪৮:২২ PM
1418591

আমরা কোনোভাবেই ঈসা মাসীহ'র (আ.) জন্ম উদযাপন করতে পারি না: ফিলিস্তিনি ধর্মযাজক

মানজার ইসহাক বলেছেন, আমরা খ্রিস্টান ও মুসলিম নির্বিশেষে সকলেই এই বর্বর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আমরা একটি জাতি নির্মূল গণহত্যা যুদ্ধের মুখোমুখি, যেখানে সমস্ত ফিলিস্তিনিদের টার্গেট করা হয়েছে। দুর্ভাগ্যবশত, যখনই আমরা ঈসা মাসীহ'র (আ.) জন্মের কথা স্মরণ করি, তখন গাজায় নির্মমভাবে নিহত হওয়া শিশুদের কথা মনে পড়ে।"

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): Evangelical Lutheran Christmas গির্জার যাজক মানজার ইসহাক বলেছেন, "যেহেতু গাজায় আমাদের জনগণ জাতি নিধন অভিযান ও গণহত্যার শিকার, তাই আমরা কোনো ভাবেই ঈসা মাসীহ'র (আ.) জন্ম উদযাপন করতে পারি না। আমরা এই বছর কোনো প্রকার অনুষ্ঠান উদযাপন করব না।" ইসহাক বলেছেন, এই গির্জায় ক্রিসমাস সজ্জার পরিবর্তে ধ্বংসস্তূপ দিয়ে তৈরি এই করুন অবস্থা প্রদর্শন করা গির্জার কর্তৃপক্ষ এবং বিশ্ব, উভয়ের জন্য একটি বার্তা বহন করবে।

তিনি বলেছেন, আমাদের নিজেদের জন্য বার্তা হল, এই দুরবস্থা এবং কষ্টের সময় ঈশ্বর আমাদের সাথে আছেন। ঈসা মাসীহ'র জন্ম হয়েছিল অসহায় ও দুঃখী মানুষের সাথে একাত্ম হওয়ার জন্য। ঈশ্বর নির্যাতিতদের সাহায্যকারী।

তিনি আরও যোগ করেছেন, দ্বিতীয়ত, আমাদের লক্ষ্য হল, সারা বিশ্বের গির্জা কর্তৃপক্ষকে এই বার্তা দেয়া যে, দুর্ভাগ্যবশত এবছর ফিলিস্তিনে ক্রিসমাস এমনই। ফিলিস্তিনে আমরা খ্রিস্টান ও মুসলিম নির্বিশেষে সকলেই এই বর্বর পরিস্থিতির সম্মুখীন। আমরা একটি জাতি নির্মূল গণহত্যা যুদ্ধের মুখোমুখি; যেখানে সমস্ত ফিলিস্তিনিদের টার্গেট করা হয়েছে। দুর্ভাগ্যবশত, যখনই আমরা ঈসা মাসীহ'র (আ.) জন্মের কথা স্মরণ করি, তখন গাজায় নির্মমভাবে নিহত হওয়া শিশুদের কথা মনে পড়ে।"

উল্লেখ্য, ডিসেম্বরের শেষে বিশ্বজুড়ে খ্রিস্টানরা ঈসা মাসীহ'র জন্মদিন উদযাপনের জন্য বেথলেহেম শহরে ভ্রমণ করে, যাকে খ্রিস্টানরা ঈসা মাসীহ'র (আ.) জন্মস্থান বলে মনে করে।#176S