‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

২২ ডিসেম্বর ২০২৩

৬:৩৩:৪৪ PM
1422503

নির্বাচনী উত্তাপে সরগরম সারাদেশ; প্রার্থীরা ছুটছেন ভোটারের দুয়ারে; সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা

আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপি বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। থেমে নেই রাজধানী ঢাকা-৫ আসনের নির্বাচনী এলাকার প্রচার-প্রচারনাও। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য প্রার্থীই হবেন তাদের অভিভাবক।

রাজধানী ঢাকার প্রবেশদ্বার ডেমরা-যাত্রাবাড়ি নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ আর নারী ভোটারের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৬৬৫। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনের সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সব যায়গায় আলোচানার কেন্দ্রে রয়েছে নির্বাচন। 

আসনটিতে প্রতিদ্বন্দিতা করছেন মোট ১২ জন প্রার্থী। গত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে উপ-নির্বাচনে কাজী মনিরুল ইসলাম মনু সংসদ সদস্য হলেও এবার মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ মুন্না। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন ঢাকা দক্ষিণ সেচ্ছাসেবক লীগের সভাপতি মো.কামরুল হাসান রিপন আর ট্রাক প্রতিক পেয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল।  জাতীয় পার্টির মো.সারওয়ার খান কাঠাল , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ছড়ি প্রতীক নিয়ে লড়বেন আসনটিতে। এ ছাড়াও অনান্য দলের বেশ ক’জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তবে এ আসনে লড়াই হবে মূলত আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে।  আসন্ন নির্বাচন সামনে রেখে চলমান সহিংসতা নিয়ে ভীতি কাজ করছে ভোটারদের মাঝে। তাদের প্রত্যাশা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হোক নির্বাচন।#

342/