‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২৪ জানুয়ারী ২০২৪

১১:০১:১৫ AM
1432042

হালকা প্রকৌশল পণ্য উৎপাদনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলছে নীরব বিপ্লব

দিন দিন বাংলাদেশে বাড়ছে বিভিন্ন শিল্পের প্রসার। যেখানে ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমানোর পক্ষেও চলছে নানা আয়োজন। এরই অংশ হিসেবে ঢাকার ধোলাইখাল খুবই প্রসিদ্ধ। এর বাইরেও বিভিন্ন এলাকায় চলছে হালকা শিল্প যন্ত্রাংশ তৈরীর প্রচেষ্টা। এরই অংশ হিসেবে সম্প্রতি যশোরে উৎপাদিত হচ্ছে গাড়ির পার্টস, স্প্রিংপাতি ও বডি।

হালকা প্রকৌশল পণ্য উৎপাদনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরে বিপ্লব সৃষ্টি হয়েছে। আমদানি নির্ভর এসব পণ্য এখন যশোরেই উৎপাদিত হচ্ছে। এরফলে শুধু বৈদেশিক মুদ্রার সাশ্রয়ই নয়, আহরণও করছে। সৃষ্টি হচ্ছে, নতুন নতুন কর্মসংস্থান। অত্যন্ত সম্ভাবনাময় শিল্পের বিকাশে নানা অন্তরায় থাকলেও, এই শিল্পকে আরও এগিয়ে নিতে, শুল্কমুক্ত কাঁচামাল আমদানির দাবি করেছেন সংশ্লিষ্টরা।

গাড়ির পার্টস, স্প্রিংপাতি ও বডি, ডাকটাইল স্টিল, ইলিশ মাছ ধরার ট্রলারের পাখা, পাথর ও ইটভাঙা মেশিন, এমনকি বাংলাদেশ নৌবাহিনীর শিপইয়ার্ডের ট্রাক বোর্ডের মালামাল ও রেলের বিভিন্ন যন্ত্রাংশ, এখন উৎপাদিত হচ্ছে। এর সবই আগে আমদানি নির্ভর ছিল। এখানে উৎপাদিত গাড়ির পার্টস ব্যবহার করছেন, দেশের প্রতিষ্ঠিত পরিবহন ও স্থানীয় রুটের গাড়ি ব্যবসায়ীরা। নতুন উদ্যোগে লাভবান হওয়ার কথা জানালেন গাড়ি ব্যবসায়ী মাসুম হাসান ও মুকসিমুল আবেদিন।

স্থানীয়ভাবে উৎপাদন হওয়ায়, এসব যন্ত্রপাতির দাম তুলনামূলক কম। এছাড়া চাহিদা মতো তৈরি করে নেয়ার সুযোগও রয়েছে বলে জানিয়েছেন আরেক ব্যবসায়ী কাওসার বিশ্বাস ও আল-আমিন। তবে বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে সংগৃহীত লোহার ভাঙ্গারী গলিয়ে এসব পার্টস তৈরি করা হয়।

তবে, এখন ভাঙ্গারী কম পাওয়া যাওয়ায়, কেমিক্যাল দিয়ে লোহাগুলো গলিয়ে, তা দিয়ে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। এর প্রসার বাড়ানোর দাবী স্থানীয় পরিবহন ব্যবসায়ী ওমর আলীর। দেশীয় এ শিল্পকে টেকসই অবস্থানে নিতে সরকারের কাছে বিনা শুল্কে কাঁচামাল আমদানির দাবি করেছেন, যশোর চেম্বারের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান খান। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি, উৎপাদিত যন্ত্রাংশ বিদেশে রফতানির ওপরও জোর দিচ্ছেন ব্যবসায়ীরা।#

342/