বিশ্ব খাদ্য কর্মসূচির ফিলিস্তিন কান্ট্রি ডিরেক্টর ম্যাথু হলিংওয়ার্থ এক ভিডিও বার্তায় বলেন, অবরুদ্ধ গাজার শিশুরা ক্ষুধার্ত পেটে ঘুমাতে যায়। সেখানকার শিশুরা মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে। দুই বছরের কম বয়সী প্রতি তিনজনের মধ্যে একটি শিশু এখন তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে বা "নষ্ট"।
হলিংওয়ার্থ বলেন, “পৃথিবীতে আর কোথাও নেই যেখানে এত মানুষ আসন্ন দুর্ভিক্ষের সম্মুখীন। এখানে গাজা সিটিতে, আমরা সঙ্কটের কেন্দ্রস্থলে আছি। আজ আমি এমন অনেক লোকের সাথে দেখা করেছি যারা ক্ষুব্ধ, ক্লান্ত এবং হতাশাগ্রস্ত কারণ তাদের শিশুরা প্রতি রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়।”
তিনি বলেন, বিশ্ব খাদ্য কর্মসূচি বছরের শুরু থেকে গাজার উত্তরাঞ্চলে খাদ্যসহ ১১টি ত্রাণবহর পাঠাতে পেরেছে।#
342/