‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

৫ এপ্রিল ২০২৪

২:১৭:২৩ PM
1449221

ইসরাইলকে অস্ত্র দেয়ার সিদ্ধান্তকে ‘আমেরিকান ভণ্ডামি’ বললেন হুথি নেতা

মার্কিন প্রশাসন ইহুদিবাদী ইসরাইলকে নতুন করে অস্ত্রসস্ত্র সরবরাহ করার যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্‌দা জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন। আনসারুল্লাহর শীর্ষ নেতা আব্দুল মালিক আল-হুথি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ নিন্দা জানান।

তিনি বলেন, “চলতি সপ্তাহে আমেরিকানরা ইসরাইলের কাছে শত শত কোটি ডলার মূল্যের সমরাস্ত্র ও সামরিক উপকরণ সরবরাহ করার কথা ঘোষণা করেছে। মার্কিন গণমাধ্যম একথা নিশ্চিত করেছে যে, ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত আমেরিকার কাছ থেকে সবচেয়ে বড় সামরিক সহায়তা পেয়েছে।”

আল-হুথি বলেন, আমেরিকা যখন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানাচ্ছে তখন অস্ত্র সরবরাহের এ সিদ্ধান্ত ওয়াশিংটনের ভণ্ডামি ও কপটতার প্রমাণ বহন করে। তিনি একে ‘আমেরিকান ভণ্ডামি’ বলে মন্তব্য করেন। ভাষণের অন্য অংশে হুথি নেতা বলেন, লোহিত সাগর, আরব সাগর ও ভারত মহাসাগরে ইসরাইল অভিমুখী জাহাজগুলোতে ইয়েমেন হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত গাজার সমর্থনে আমাদের ফ্রন্টে যুদ্ধ চলবে।  

আব্দুল মালিক আল-হুথি বলেন, এখন পর্যন্ত ইয়েমেন ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট ৯০টি জাহাজে হামলা চালিয়েছে। আমেরিকা ও ব্রিটেন তাদের রণতরীগুলোকে মোতায়েন করেও হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।#

342/