‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শুক্রবার

১২ এপ্রিল ২০২৪

৫:১৭:০০ PM
1450762

দায়েশের দুই সন্ত্রাসীকে আটক করলো আফগান নিরাপত্তা বাহিনী

আফগানিস্তানের নিমরূজ প্রদেশ থেকে দেশটির নিরাপত্তা বাহিনী উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দুই সদস্যকে গ্রেফতার করেছে। নিমরুজ প্রদেশের সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্ত রয়েছে।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত আল-মিরসাদ ওয়েবসাইটে জানিয়েছে, আটকৃত সন্ত্রাসীদের এই দুই সদস্য তাজিকিস্তানের নাগরিক।

রাশিয়ায় বসবাস করার সময় এসব ব্যক্তিকে দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হিসেবে রিক্রুট করা হয়। জিজ্ঞাসাবাদে দায়েশের এই দুই সন্ত্রাসী স্বীকার করেছে যে, পাকিস্তানের কোয়েটা শহরে সামরিক ও ধর্মীয় প্রশিক্ষণ নিতে যাওয়ার সময় তালেবানের হাতে ধরা পড়ে।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় উগ্র দায়েশ সন্ত্রাসীরা ভয়াবহ তাণ্ডব চালায় এবং দেশ দুটির বিরাট অংশ দখল করে নেয়। পরে ইরান, রাশিয়া ও হিজবুল্লাহর সহযোগিতায় ইরাক ও সিরিয়া দায়েশ সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয় এবং দায়শের কবল থেকে দেশ উদ্ধার করে। তখন শত শত দায়েশ সন্ত্রাসীকে মার্কিন পৃষ্ঠপোষকতায় আফগানিস্তান নেয়া হয়। এরই মধ্যে আফগানিস্তানের বিভিন্ন হামলায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে দায়েশ।## 

342/