আহলে
বাইত (আ.) বার্তা সংস্থা (আবন): ১লা জিলক্বদ হযরত ফাতেমা মাসুমা (সা. আ.)-এর পবিত্র
জন্মবার্ষিকী থেকে ১০ই জিলক্বদ ইমাম আলী ইবনে মুসা আর-রেজা (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী
পর্যন্ত এই ১০ দিনকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ও বিভিন্ন দেশে বসবাসরত আহলে বাইতের
অনুসারীরা ‘কারামাতে’র দশক’ শিরোনামে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করে থাকে। ‘কারামাতের
দশক’ উপলক্ষে ইরানের কোম নগরীতে অবস্থিত হযরত ফাতেমা মাসুমা (সা. আ.)-এর মাজারে প্রতিদিনই
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে এ দশক। চতুর্থ দিনের কর্মসূচীতে বক্তব্য রাখেন
ইরানের স্বনামধন্য ধর্মীয় বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ফারাহযাদ এবং কাসিদা
ও মানকাবাত পরিবেশন করেন হাজ্ব আহমাদ ওয়ায়েজি।#
সূত্র : ABNA
মঙ্গলবার
১৪ মে ২০২৪
৬:১৮:০৬ AM
1458423
হযরত ফাতেমা’র মাযারে কারামাতের দশক উপলক্ষে বিশেষ আয়োজন (সচিত্র)
বিশেষ আয়োজনের মধ্য দিয়ে সারা ইরান ব্যাপী পালিত হচ্ছে কারামাতের দশক।