‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শুক্রবার

১৭ মে ২০২৪

২:১৬:৫৭ PM
1459142

মাজমা’র বই মোড়ক উন্মোচন অনুষ্ঠান;

আহলে বাইতের (আ.) শিক্ষা মানুষের নাজাতের কারণ হয়েছে : আয়াতুল্লাহ আখতারি

আয়াতুল্লাহ মুহাম্মাদ হাসান আখতারি বলেন: মানবিক শিক্ষার বিচ্যুতি, বর্তমান যুগে বিশ্বে বড় ত্রুটিগুলোর একটি। শত্রুরা ন্যায়পরায়ণতার স্থলে জুলুম-অত্যাচার, সত্যের স্থলে মিথ্যা, অত্যাচারীদেরকে মানবাধিকারের রক্ষক হিসেবে পরিচয় করাচ্ছে। বর্তমানে যে বিষয়টি সবচেয়ে বেশী প্রয়োজন তা হলো আহলে বাইতের (আ.) শিক্ষার প্রসার। আহলে বাইতের (আ.) শিক্ষা মানুষের নাজাত ও পরিত্রাণের কারণ হয়। ইউরোপের যুবকদের উদ্দেশ্যে সর্বোচ্চ নেতার লেখা দু’টি চিঠিতে তিনি সত্য ও সঠিক পথ প্রদর্শন করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত বুধবার (১৬ই মে ২০২৪) আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার (মাজমা) সুপ্রিম কাউন্সিলের সভাপতি আয়াতুল্লাহ মুহাম্মাদ হাসান আখতারি’র উপস্থিতিতে উক্ত সংস্থার প্রকাশনা বিভাগ কর্তৃক এশিয়া মহাদেশের বিভিন্ন ভাষায় প্রকাশিত বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। ‘তেহরান আন্তর্জাতিক বইমেলা’য় এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আয়াতুল্লাহ আখতারী অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং আহলে বাইতের (আ.) শিক্ষা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সোচ্চার ব্যক্তিত্বদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন: মাজমা’র অন্যতম লক্ষ্য হলো ঐশী শিক্ষাকে বিভিন্ন পন্থায় প্রসার ঘটানো; বিভিন্ন ভাষায় লিখিত ও অনূদিত গ্রন্থের প্রকাশ হলো সেগুলোর একটি।

তিনি বলেন: এ পর্যন্ত বিশ্বের ৫০টি ভাষায় আহলে বাইতের (আ.) শিক্ষা সংশ্লিষ্ট ২ হাজারেরও বেশী গ্রন্থ প্রকাশিত হয়েছে।

মানবিক শিক্ষায় বিচ্যুতি, বর্তমান যুগে বিশ্বে বড় ত্রুটিগুলোর অন্যতম। শত্রুরা ন্যায়পরায়ণতার স্থলে জুলুম-অত্যাচার, সত্যের স্থলে মিথ্যা, অত্যাচারীদেরকে মানবাধিকারের রক্ষক হিসেবে পরিচয় করাচ্ছে। বর্তমানে যে বিষয়টি সবচেয়ে বেশী প্রয়োজন তা হলো সমাজে আহলে বাইতের (আ.) শিক্ষার প্রসার। আহলে বাইতের (আ.) শিক্ষা মানুষের নাজাত ও পরিত্রাণের কারণ হয়। ইউরোপের যুবকদের উদ্দেশ্যে সর্বোচ্চ নেতার লেখা দু’টি চিঠিতে তিনি সত্য ও সঠিক পথ প্রদর্শন করেছেন।

এ অনুষ্ঠানে মাজমা’র আন্তর্জাতিক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুঈনিয়ান এবং হযরত আবু তালিব (আ.) গবেষণা ও প্রকাশনা ইনস্টিটিউটের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সাবাহীও উপস্থিত ছিলেন। এতে এশিয়া মহাদেশের বিভিন্ন ভাষায় মোট ২৯টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।#176