‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

১৮ জুন ২০২৪

৫:৩১:৩৫ PM
1466206

বেন গাভিরের আচরণ কি ইসরাইলি শাসন-কাঠামোর ধসের ইঙ্গিত?

পার্সটুডে- ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গাভির এখন আর ইহুদিবাদী মন্ত্রিসভার নিছক এক সদস্য নেই বরং তিনি সকল জায়গায় নাক গলাচ্ছেন এবং সকল কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন।

পার্সটুডে জানিয়েছে, ইসরাইলি দৈনিক হারেৎজ এক নিবন্ধে লিখেছে, বেন গাভির হচ্ছেন সেই ব্যক্তি যিনি পুলিশকে পরিচালনা করছেন এবং পুলিশের নির্বাহী নীতিতে পরিবর্তন এনেছেন। একইসঙ্গে তিনি আরবদের সঙ্গে কঠোর এবং ইহুদিবাদীদের সঙ্গে নম্র আচরণ করেন।

হারেৎজের সাংবাদিক গুশ ব্রেইনারের লেখা প্রবন্ধটিতে আরে এসেছে: “এই মন্ত্রী  পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন, নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন এবং বিতর্কিত কর্মকর্তাদের প্রমোশনের ব্যবস্থা করেন। তিনি তার বিরোধীদের অন্তরে ভীতির সঞ্চার করেন এবং নিজের রাজনৈতিক নীতি পুলিশের ওপর চাপিয়ে দেন।”    

নিবন্ধটিতে এসেছে, বর্তমানে এমনকি নিরাপত্তা সংস্থাগুলিও বেন গাভিরের প্রতি ত্যক্ত-বিরক্ত হয়ে পড়েছে। কারণ, তিনি একজন মন্ত্রীর দায়িত্বের বাইরেও বহু ধরনের হস্তক্ষেপ করছেন।  সম্প্রতি বেন গাভিরের নির্দেশে ইসরাইলি পণবন্দিদের উদ্ধার করার জন্য হামাসের সঙ্গে চুক্তি করার দাবিতে তেল আবিবে হাজার হাজার মানুষের বিক্ষোভে হামলা চালায় পুলিশ। এ সম্পর্কে ইসরাইলের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, “মন্ত্রী পুলিশের সকল শীর্ষ কর্মকতার অন্তরে ভয় ধরিয়ে দিয়েছেন। বেন গাভির মূলত পুলিশকে কব্জা করে ফেলেছেন।”

গত শনিবার রাতে সারা ইসরাইলে বিক্ষোভকারীদের সরকার বিরোধী সাপ্তাহিক প্রতিবাদ হওয়ার কথা ছিল। বিক্ষোভকারীরা কোনো সড়ক অবরোধ না করা সত্ত্বেও রাত ১০টার দিকে তেল আবিবের কাপলান-বেগিন সংযোগস্থলে পুলিশকে এক বিস্ময়কর নির্দেশ দেয়া হয় এবং তারা বিক্ষোভকারীদের ওপর পানিকামান ব্যবহার করে। এ সময় বহু বিক্ষোভকারী আহত হন এবং পুলিশ ৩৩ বিক্ষোভকারী নারী ও পুরুষকে আটক করে নিয়ে যায়।  

এদিকে ইসরাইলের সেনাপ্রধান হেরজি হালেভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ইসরাইলের ১৫ ব্যাটেলিয়ন সেনা কম রয়েছে।  বিপুল সংখ্যক রিজার্ভ সেনা নিয়োগ দিয়ে ইসরাইলি বাহিনীর এই গুরুতর সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

প্রায় নয় মাস আগে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলের সেনাবাহিনীতে রিজার্ভ ফোর্স ব্যবহার করার কাজে নেতানিয়াহু সরকার এ পর্যন্ত ৪০ বিলিয়ন শেকেল বা ১০ বিলিন ও ৭৪‌১ মিলিয়ন ডলার খরচ করেছে।#    

342/