‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৯ জুন ২০২৪

৪:১০:৪৯ PM
1468480

অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল

অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনী গাজা সিটি, রাফা শহর ও নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা ও গোলাবর্ষণ করে। এতে চার শিশুসহ প্রায় এক ডজন ফিলিস্তিনি শাহাদাতবরণ করেন।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বুরেজ শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলার পর উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে তাদের তিন কর্মী নিহত হয়েছেন। সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ চালাতে গেলে তাদের উপর বোমাবর্ষণ করে ইসরাইলি সেনারা। হামলায় অপর ১২ জন আহত হয়।

গাজা সিটির একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত চার শিশু নিহত ও অপর অন্তত ১০ জন আহত হয়েছে। এছাড়া গাজা সিটির আল-ওয়েধা স্ট্রিটে অবস্থিত আবু খাদরা গোত্রের বাড়িতে ইহুদিবাদী সেনাদের বোমাবর্ষণে নিহতদের মধ্যে দু’টি শিশু রয়েছে।

এদিকে ইসরাইলি যুদ্ধবিমানগুলো গাজা সিটির ইয়ারমুক এলাকায় একটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালালে দুই শিশু নিহত ও পাঁচজন আহত হয়।

অন্যদিকে গাজা উপত্যকার ফ্রন্টগুলোতে ইসরাইলি সেনা ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে। গাজা সিটির পূর্বে অবস্থিত শুজাইয়া এলাকার তুমুল সংঘর্ষে অন্তত তিন ইহুদিবাদী সেনার নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব।#

342/